TRENDING:

কুম্ভ মেলা ২০১৯: জেনে নিন পূণ্যস্নানের দিনক্ষণ

Last Updated:
advertisement
1/13
কুম্ভ মেলা ২০১৯: জেনে নিন পূণ্যস্নানের দিনক্ষণ
এই বছর ১৫ ই জানোয়ারি থেকে শুরু হচ্ছে কুম্ভ চলবে ৪ ঠা মার্চ পর্যন্ত । প্রয়াগরাজে (যা এলাহাবাদ নামে পরিচিত ছিল) আয়োজিত কুম্ভ মেলায় ছয়টি প্রধান স্নানের তিথি নির্ধারণ করা হয়েছে। ১৪ ই জানোয়ারি থেকে ৪ ঠা মার্চ পর্যন্ত (মহা শিবরাত্রি) কুম্ভ স্নান চলবে। (Photo: PTI)
advertisement
2/13
মকর সংক্রান্তির প্রথম স্নান থেকেই কুম্ভের শুভারম্ভ। যুগ যুগ ধরে চলে আসা এই স্নান রাজযোগী স্নান হিসাবেও পরিচিত। (Photo: PTI)
advertisement
3/13
মাঘ মাসের এই প্রথম দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। সেই কারণেই এই দিনকে মকর সংক্রান্তি বলা হয়। এই দিনে মানুষ শুধু উপবাস করে না, সেই সাথে দান-ধ্যানও করে থাকে। (Photo PTI)
advertisement
4/13
প্রথা অনুসারে পৌষ মাসের ১৫ তারিখকে পৌষ পূর্ণিমা বলা হয়। ২০১৯ সালে তা ২১ জানুয়ারিতে পড়েছে। এই দিন আকাশে পূর্ণ চন্দ্র দেখা যাবে। এই পূর্ণিমার পরেই মাঘ মাসের শুরু হয়। (Photo: News18)
advertisement
5/13
যে ব্যক্তি দিন বিধিবৎ ভোরবেলায় স্নান সমাপন করে, তার মোক্ষ প্রাপ্তি হয়। অন্যদিকে এই দিন থেকেই সমস্ত শুভ কাজ শুরু করা হয়। আনুষ্ঠানিক ভাবে দিন থেকেই কুম্ভ স্নানের শুরু হয়। এই দিন থেকেই কল্পবাসও শুরু হয়ে যায়। (Photo: News18)
advertisement
6/13
কুম্ভ মেলার তৃতীয় স্নান মৌনী অমাবস্যার দিনে হয়। প্রচলিত আছে যে, এই দিনে, কুম্ভের আগে তীর্থাকর ঋষভ দেব নিজের দীর্ঘ মৌন ব্রত ভঙ্গ করেন ও সঙ্গমের পবিত্র জলে স্নান সমাপন করেন। (Photo: News18)
advertisement
7/13
মৌনী অমাবস্যার দিনে কুম্ভ মেলায় অনেক বড়ো মেলা বসে। তাতে প্রচুর লোকের সমাগম ঘটে। ২০১৯ সালের ৪ ঠা ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা। (Photo: News18)
advertisement
8/13
পঞ্চাঙ্গের অনুসারে মাঘ মাসের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালন করা হয়। বসন্ত পঞ্চমীর দিন থেকে বসন্ত ঋতু শুরু হয়ে যায়। প্রচন্ড ঠান্ডার পর, বসন্ত কালে মানুষ একটা আরামদায়ক পরিবেশ উপভোগ করার সুযোগ পায়। (Photo: News18)
advertisement
9/13
হিন্দু ধর্ম মতে এই দিন সরস্বতী পুজো করা হয়। এই দিন পবিত্র নদীতে স্নান করা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বহু পবিত্র নদীর ধরে এই দিন মেলা বসে. এই বছরে বসন্ত পঞ্চমী ফেব্রুয়ারির দশ তারিখে।(Photo: News18)
advertisement
10/13
বসন্ত পঞ্চমীর পরে, কুম্ভ মেলার পঞ্চম স্নান হল মাঘী পূর্ণিমার স্নান। প্রচলিত আছে যে, এই দিন সমস্ত হিন্দ দেবতা স্বর্গ থেকে সঙ্গমে এসে উপস্থিত হন। (Photo: News18)
advertisement
11/13
অন্যদিকে, মাঘমাসের পূর্ণিমাকে কল্পবাসের পূর্ণতার পর্বও বলা হয়। কারণ এই দিন যারা কঠোর কল্পবাসের ব্রত করেন তারা সঙ্গমে স্নান করেন। এই দিন গুরু বৃহস্পতির পুজো করা হয়, এই বছর ১৯ শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পড়েছে। (Photo: News18)
advertisement
12/13
কুম্ভ মেলার শেষ স্নান হয় মহাশিবরাত্রির দিন। এই দিন সমস্ত স্নানযাত্রী শেষ সন্না করে, নিজেদের বাড়ি ফিরে যায়। (Photo collected)
advertisement
13/13
এই পূণ্য তিথিতে সকল ভক্ত ভগবান শিব ও মাতা পার্বতীর স্মরণে পবিত্র নদীতে ডুব দেয়। প্রচলিত আছে যে, দেবলোকেও এই পবিত্র দিনের জন্য অপেক্ষা করা হয় . এই বছর ৪ ঠা মার্চ মহাশিবরাত্রি পড়েছে। (Photo collected)
বাংলা খবর/ছবি/দেশ/
কুম্ভ মেলা ২০১৯: জেনে নিন পূণ্যস্নানের দিনক্ষণ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল