LPG Price hike: আরও ২৫ টাকা বেড়ে কলকাতায় রান্নার গ্যাস ৯১১! হেঁশেলে আগুন ভর্তুকি কই
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
LPG Price hike: মাত্র ১৪ দিনে আরও ২৫ টাকা দাম বেড়ে গেল রান্নার গ্যাসের।
advertisement
1/5

দু'সপ্তাহের ব্যবধানে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। আজ থেকে কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হবে ৯১১ টাকা দিয়ে। অর্থাৎ মাত্র ১৪ দিনে আরও ২৫ টাকা দাম বেড়ে গেল রান্নার গ্যাসের।
advertisement
2/5
তথ্য বলছে, গত ডিসেম্বর থেকে আজ পর্যন্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৯০ টাকা।
advertisement
3/5
কলকাতা বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লাফে বেড়েছে ৭৩.৫০ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হলো ১৭৭০.৫০ টাকা।
advertisement
4/5
অগাস্ট মাসের মাঝামাঝি ২৫ টাকা দাম বেড়েছিল রান্নার গ্যাসের। আবার সেপ্টেম্বরের প্রথম দিনেই দাম বৃদ্ধি। সামনে পুজো, লকডাউনেক বিধিনিষেধে সংসার চালাতে সাধারণ মানুষ এমনিতেই নাজেহাল হচ্ছে। এরই মধ্যে এই সময় বারবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি মধ্যবিত্তের হেঁশেলে বড় সংকট।
advertisement
5/5
তেল সংস্থা বলছে বিশ্ববাজারে প্রোপেন বুটেনের দাম বৃদ্ধিতেই গ্যাসের দাম বাড়ছে। প্রোপেন বিউটেন এলপিজি-র অন্যতম উপাদান। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মোদি সরকার কেন ভর্তুকি বাড়াচ্ছে না?