উৎসবের মধ্যেই মধ্যবিত্তের পকেটে কোপ, ফের লাফিয়ে বাড়ল গ্যাসের দাম
Last Updated:
এক মাসের মাথায় ফের বাড়ল গ্যাসের দাম
advertisement
1/4

উৎসবের মধ্যেই মধ্যবিত্তের পকেটে কোপ। আরও দামি হল রান্নার গ্যাস। ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ১৫ টাকা। আজ অর্থাৎ তৃতীয়ার দিন থেকেই কার্যকর হচ্ছে নয়া দাম।
advertisement
2/4
এক মাস আগেই পয়লা সেপ্টেম্বর রান্নার গ্যাসের দাম বেড়েছিল। পুজোর মুখে ফের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের।Photo- File
advertisement
3/4
এর ফলে কলকাতায় ভর্তুকিহীন গ্যাসের দাম দাঁড়াল ৬৩১.৫০ টাকা। Photo- File
advertisement
4/4
দাম বেড়েছে দিল্লি, মুম্বই ও চেন্নাইতে ৷ নয়া হার কার্যকর হওয়ার পর দিল্লিতে সিলিন্ডারের দাম দাঁড়াল ৬০৫ টাকা, মুম্বইয়ে ৫৭৪.৫০ টাকা এবং চেন্নাইতে ভর্তুকীহীন সিলিন্ডার কিনতে দিতে হবে ৬২০ টাকা ৷