Lalit Modi: ভারতীয় পাসপোর্ট ফেরতের আবেদন ললিত মোদির জানাল বিদেশ মন্ত্রক, কোন দেশের নাগরিকত্ব নিতে চলেছেন তিনি?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
পাকাপাকিভাবে অন্য দেশের নাগরিকত্ব অর্জন করতে চলেছেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এই বিষয় স্পষ্ট করে দেন।
advertisement
1/5

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি এবার পাকাপাকিভাবে অন্য দেশের নাগরিকত্ব অর্জন করতে চলেছেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এই বিষয় স্পষ্ট করে দেন। নিজের ভারতীয় পাসপোর্ট সমর্পণ করার কথাও জানিয়েছেন বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। (প্রতীকী ছবি)
advertisement
2/5
ভারতীয় নাগরিকত্ব ছেড়ে তিনি প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানাটু-তে পাকাপাকিভাবে নাগরিকত্ব নিতে চলেছে বলেই জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। (প্রতীকী ছবি)
advertisement
3/5
আইপিএলে আর্থিক দুর্নীতির অভিযোগের পরেই দেশ ছাড়েন এই টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ললিত। ২০১০ সালের মে মাসে দেশ ছাড়া থেকে লন্ডনেই আছেন তিনি। কিছুদিন আগেই ললিত অভিযোগ করেছিলেন, ম্যাচে বেটিং করতে না পেরে তাঁকে খুনের হুমকি দিয়েছে গ্যাংস্টার দাউদ ইব্রাহিম। সেই জন্যেই তিনি লন্ডনে চলে গিয়েছিলেন। (প্রতীকী ছবি)
advertisement
4/5
ললিত এটাও জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে দেশে কোনও মামলা নেই যেকোনো দিন চাইলেই তিনি ফিরে আসতে পারেন। কিন্তু, গত এক দশক ধরে বিভিন্ন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ললিতের নাগাল পায়নি। (প্রতীকী ছবি)
advertisement
5/5
ললিতের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার আবেদন প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নিয়ম এবং পদ্ধতি অনুযায়ী ওই আবেদন খতিয়ে দেখা হবে। বিদেশ মন্ত্রককে জানানো হয়েছে ললিত ভানাটুর নাগরিকত্ব নিয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে থাকা মামলা আইন অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে। (প্রতীকী ছবি)