Indian Railways: দুই আলাদা রাজ্য ভাগ করে নিয়েছে একটি স্টেশন, ভারতীয় রেলে এমন বিস্ময় রয়েছে ২টি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Railways: ভারতীয় রেল দেশের সবথেকে বড় পরিবহণ ব্যবস্থা। দৈনিক কোটি কোটি মানুষ নির্ভরশীল এই রেলের উপর। ভারতীয় রেলের এমন কিছু বিষয় রয়েছে যা সকলকে অবাক করে। তারমধ্যে অন্যতম হল ২টি রাজ্য ভাগ করে নিয়েছে একটি রেল স্টেশনকে।
advertisement
1/8

ভারতীয় রেল দেশের সবথেকে বড় পরিবহণ ব্যবস্থা। দৈনিক কোটি কোটি মানুষ নির্ভরশীল এই রেলের উপর। ভারতীয় রেলের এমন কিছু বিষয় রয়েছে যা সকলকে অবাক করে। তারমধ্যে অন্যতম হল ২টি রাজ্য ভাগ করে নিয়েছে একটি রেল স্টেশনকে।
advertisement
2/8
একই দেশের দুটি আলাদা রাজ্য। দুটি রাজ্যের প্রশাসনিক কাজ আলাদাভাবেই হয়। কিন্তু আশ্চর্যের বিষয় স্টেশন একটি। যা ভাগাভাগি করে নিয়েছে দুই রাজ্য। প্রশাসনিক কাজ আলাদা হলেও স্টেশনের কাজকর্ম হয় একসঙ্গে।
advertisement
3/8
শুনতে অবাক লাগলেও ভারতেই রয়েছে এমন রেল স্টেশন। তাও একটি নয়, দুটি। তারমধ্যে প্রথমটি হল নবপুর স্টেশন। মহারাষ্ট্র ও গুজরাট সীমান্তে অবস্থিত নবপুর রেল স্টেশন। স্টেশনটি মাঝখান থেকে কাল্পনিক ভাবে দ্বিধাবিভক্ত।
advertisement
4/8
স্টেশনের টিকিট কাউন্টার একটি রাজ্যে আর স্টেশনমাস্টার যেখানে বসেন সেটি অন্য রাজ্যে। ভারতের যেকোনও রেলস্টেশনে ৩টি ভাষায় স্টেশনের নাম লেখা থাকে। কেবল এই স্টেশনে স্টেশনের নেমপ্লেটে ৪ ভাষায় নাম লেখা থাকে। হিন্দি ও ইংরাজি ছাড়াও গুজরাটি এবং মারাঠি ভাষায় নাম লেখা
advertisement
5/8
দুটি রাজ্য হওয়ায় এই স্টেশনে একটি বিশেষ বেঞ্চ আছে। যেখানে যাত্রীরা বসতে পারেন। এই বেঞ্চটিও বিশেষভাবেই তৈরি করা হয়েছে। যার অর্ধেক পড়ছে গুজরাটে এবং অর্ধেক মহারাষ্ট্রে। বেঞ্চের কোন ভাগ কোন রাজ্যে পড়ছে তাও লেখা রয়েছে সেখানে।
advertisement
6/8
শুধু নবপুর নয়, আরও একটি স্টেশন রয়েছে ভারতে যা দুটি রাজ্যের মধ্যে পড়ে। সেখানেও প্রশাসনিক কাজ আলাদা হলেও ভারতীয় রেল জুড়ে দিয়েছে দুই রাজ্যকে। সেই স্টেশনটির নাম হল ভবানী মান্ডি।
advertisement
7/8
মধ্যপ্রদেশ ও রাজস্থানের মধ্যে এটি অবস্থিত। রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি শহর ভবানী মান্ডি। এই রেল স্টেশনের উত্তরাংশ মধ্যপ্রদেশের মান্দসাউর জেলার অন্তর্গত, দক্ষিণাংশ রাজস্থানের ঝালাওয়ার জেলার অন্তর্গত। এটি রাজস্থানের সীমান্তবর্তী একটি শহর।
advertisement
8/8
ভরতীয় রেলের এই দুই স্টেশন বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দুই রাজ্যে বিভক্ত একটি রেল স্টেশনে গিয়ে পর্যটকরা ছবিও তোলেন। বিশেষ করে নবপুর স্টেশনের বিশেষ বেঞ্চটি পর্যটকদের কাছে খুব জনপ্রিয়।