Knowledge Story: প্ল্যাটফর্মের সংখ্যার বিচারে দেশের সেরা ৫ রেল স্টেশন কী কী, হাওড়া-শিয়ালদহ কি জায়গা পেল? জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Knowledge Story:ভারতীয় রেলকে দেশবাসীর লাইফ লাইনও বলা হয়ে থাকে। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা। তার মধ্যে একটি হল প্ল্যাট ফর্ম সংখ্যার বিচারে দেশের সবথেক বড় ৫ স্টেশনগুলি কী কী?
advertisement
1/6

ভারতীয় রেলকে দেশবাসীর লাইফ লাইনও বলা হয়ে থাকে। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা। তার মধ্যে একটি হল প্ল্যাট ফর্ম সংখ্যার বিচারে দেশের সবথেক বড় ৫ স্টেশনগুলি কী কী?
advertisement
2/6
প্ল্যাটফর্মের সংখ্যা বিচার করলে সবার আগে নাম আসবে হাওড়া স্টেশনের নাম। প্রতিদিন এই স্টেশন থেকে ৬ লক্ষ্যের বেশি মানুষ যাতায়াত করে। লোকাল থেকে দূরপাল্লা দৈনিক অসংখ্য ট্রেনের যাতায়াত। হাওড়া স্টেশনে মোট প্ল্যাটফর্ম সংখ্যা ২৩টি।
advertisement
3/6
প্ল্যাটফর্মের সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানেও রয়েছে বাংলার শিয়ালদহ স্টেশন। পশ্চিবঙ্গের এটি সবথেকে ব্যস্ততম স্টেশন হিসেবে বিবেচিত হয়। এই স্টেশনে উত্তর ও দক্ষিণ দুটি শাখা রয়েছে। আর মোট প্ল্যাটফর্মের সংখ্যা ২১টি।
advertisement
4/6
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মহারাষ্ট্রের সবথেকে ব্যস্ততম স্টেশন ছত্রপতি শিবাজী টার্মিনাস। এই স্টেশনটি ওয়ার্ল্ড হেরিটেজের তকমাও পেয়েছে এই স্টেশন। ছত্রপতি শিবাজী টার্মিনাসে মোট প্ল্যাটফর্মের সংখ্যা ১৮টি।
advertisement
5/6
প্ল্যাটফর্মের সংখ্যার বিচারে বড় স্টেশনের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এখানে আবার ভাগ রয়েছে। শহরতলীর ট্রেনের জন্য ৫টি ও দূরপাল্লার ট্রেনের জন্য ১২টি স্টেশন রয়েছে। অর্থাৎ মোট স্টেশন ১৭টি।
advertisement
6/6
তালিকায় একেবারে শেষে পঞ্চম স্থানে রয়েছে নিউ দিল্লি রেল স্টেশন। রাজধানীর এই স্টেশনটিও দিনভর খুবই ব্যস্ত। প্রতিদিন এখান থেকে ৩৫০-এর বেশি ট্রেন চলাচাল করে। নিউ দিল্লি রেল স্টেশনে মোট প্ল্যাটফর্ম ১৬টি।