ট্রেনের টিকিট ক্যানসেলের আগে দেখে নিন এই নিয়ম, ফেরত পেতে পারেন পুরো টাকা
Last Updated:
advertisement
1/5

প্রতিদিন গোটা দেশে প্রায় কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন ৷ রোজই চলে প্রায় সমসংখ্যক টিকিট বুকিং ৷ কখনও কখনও টিকিট বাতিলেরও প্রয়োজন হয় ৷ সেক্ষেত্রে ফেরত পাওয়া যায় না টিকিটের পুরো দাম ৷ তবে বুকিংয়ের পর টিকিট বাতিলের ক্ষেত্রে নির্দিষ্ট একটি প্রক্রিয়া রয়েছে ৷
advertisement
2/5
একবার বুকিংয়ের পর টিকিট বাতিল করলে টিকিটের দাম হিসেবে দেওয়া পুরো টাকা ফেরত মেলে না ৷ ৷ কিন্তু রেলের টিকিট বাতিল প্রক্রিয়াতেই এমন কিছু শর্ত রয়েছে, যা মানলে রেল আপনাকে টিকিটের পুরো দাম ফেরত দিতে বাধ্য ৷
advertisement
3/5
বর্তমানে টিকিট বাতিলের ক্ষেত্রে ৫০ শতাংশ অর্থ ফেরত পান যাত্রীরা ৷
advertisement
4/5
ট্রেন নির্ধারিত সময়ের থেকে তিন ঘণ্টা বা তারও বেশি দেরিতে চললে যাত্রীরা ভাড়ার পুরো দাম বা তৎকাল চার্জ রেলের কাছে দাবি করতে পারেন ৷
advertisement
5/5
টিকিট বুকিংয়ের পর ট্রেনের রুট বদলে দেওয়া হলে যাত্রী রেলওয়ের কাছে ভাড়ার অর্থ বাবদ সমস্ত টাকা ফেরত চাইতে পারেন ৷