Kedarnath Helicopter Crash Pilot: বাড়িতে দু'মাসের যমজ সন্তান, কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু পাইলট-বাবার, মুহূর্তের মধ্যে সব শেষ সেনা পরিবারের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Kedarnath Helicopter Crash Pilot: কেদারনাথে রবিবার সকালে হেলিকপ্টার দুর্ঘটনায় সেই পাইলট ক্যাপ্টেন রাজবীর সিং চৌহানের মৃত্যুতে হাহাকার পরিবারে। রাজবীরের স্ত্রী সেনায় কর্মরত।
advertisement
1/7

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরাখণ্ডের কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের।
advertisement
2/7
রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে হেলিকপ্টারের পাইলট ছাড়াও ছিলেন ৫ তীর্থযাত্রী এবং বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির এক কর্মী।
advertisement
3/7
দু’মাস আগেই যমজ সন্তানের বাবা হয়েছেন হেলিকপ্টারের পাইলট রাজবীর সিং চৌহান। কেদারনাথে রবিবার সকালে হেলিকপ্টার দুর্ঘটনায় সেই পাইলট ক্যাপ্টেন রাজবীর সিং চৌহানের মৃত্যুতে হাহাকার পরিবারে। রাজবীরের স্ত্রী সেনায় কর্মরত।
advertisement
4/7
রাজস্থানের জয়পুরের বাসিন্দা রাজবীর ভারতীয় সেনায় কর্মরত ছিলেন ১৫ বছর। লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে অবসর নিয়ে ২০২৪ সাল থেকে কেদারনাথে একটি বেসরকারি হেলিকপ্টার পরিষেবা সংস্থায় যোগ দেন।
advertisement
5/7
বিভিন্ন ধরনের হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা ছিল রাজবীরের। পাহাড় হোক সমতল এলাকা সব জায়গাতেই হেলিকপ্টার ওড়ানোর দক্ষতা ছিল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীরের।
advertisement
6/7
গত বছরের অক্টোবর থেকে বেল ৪০৭ হেলিকপ্টার চালানো শুরু করেন রাজবীর। ২০০৯ সালে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। ২০০৭ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেন রাজবীর।
advertisement
7/7
রবিবার সকালে তিনিই বেল ৪০৭ হেলিকপ্টারে গুপ্তকাশীর দিকে যাচ্ছিলেন। কপ্টারে ছিলেন ৫ পর্যটক। আচমকা ভোর ৫টা ২০-তে নিখোঁজ হয়ে যায় কপ্টার। পরে দেখা যায় সেটি ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে ৭ জনেরই।