পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে নয়া মোড়, সন্দেহের তির খচ্চর চালকদের দিকে ! ইতিমধ্যেই ২০০০ জনকে জেরা করে ফেলেছে NIA
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Pahalgam Terror Attack Latest Update: ইতিমধ্যেই এনআইএ-র সূত্র থেকে জানা যাচ্ছে যে, এই হামলায় স্থানীয় পনি চালক বা খচ্চর চালকদের ভূমিকা সন্দেহজনক বলে ঠেকছে। তদন্তকারী সংস্থাগুলির সন্দেহ, খচ্চর চালকদের মধ্যে কেউ কেউ আক্রমণকারীদের গতিবিধিতে সাহায্য করতে পারে।
advertisement
1/7

Report- Amit Pandey: গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনায় ইতিমধ্যেই কেঁপে উঠেছে সারা দেশ। এবার সেই ঘটনার তদন্তে এল এক নতুন মোড়। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈসরণ ভ্যালিতে পর্যটকদের ধর্মের বিষয়ে প্রশ্ন করে জঙ্গিরা ২৭ জন হিন্দু পর্যটককে হত্যা করেছে। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
advertisement
2/7
ইতিমধ্যেই এনআইএ-র সূত্র থেকে জানা যাচ্ছে যে, এই হামলায় স্থানীয় পনি চালক বা খচ্চর চালকদের ভূমিকা সন্দেহজনক বলে ঠেকছে। তদন্তকারী সংস্থাগুলির সন্দেহ, খচ্চর চালকদের মধ্যে কেউ কেউ আক্রমণকারীদের গতিবিধিতে সাহায্য করতে পারে। (Photo: AP)
advertisement
3/7
আর পহেলগাঁও হামলার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৫০০ থেকে ২০০০ খচ্চর চালককে জিজ্ঞাসাবাদ করেছে। জঙ্গিদের চলাচলের পথ এবং দুর্গম পার্বত্য এলাকা থেকে তারা কীভাবে প্রবেশ করেছিল, সেই বিষয়টাই খচ্চর চালকদের কাছ থেকে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সূত্রের মতে, যখন এই হামলার ঘটনা ঘটে, তখন পহেলগাঁওয়ের প্রবেশ এবং প্রস্থানের পয়েন্টে উপস্থিত ছিলেন একাধিক খচ্চর চালক। (Photo: AP)
advertisement
4/7
খচ্চর চালকদের বয়ানের জেরে গভীর হচ্ছে সন্দেহ: NIA-র একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, বিগত আট দিন ধরে এই খচ্চর চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পহেলগাঁওয়ের আশপাশে প্রস্থানের কোন কোন পথগুলি দুর্গম এবং কোন পথগুলি দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারে, তা খুঁজে বের করাই হল এই তদন্তের মূল লক্ষ্য। (Photo: AP)
advertisement
5/7
একাধিক খচ্চর চালক হেফাজতে: তথ্য বলছে যে, জিজ্ঞাসাবাদের সময় কিছু কিছু খচ্চর চালকের বয়ানে অসঙ্গতি রয়েছে। একে অপরের সঙ্গে মিলছে না তাঁদের বয়ান। এর জেরে তাঁদের ভূমিকা নিয়ে সন্দেহ আরও গভীর হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি কিছু সন্দেহভাজন চালককে আটক করেছে। তাঁদের জেরা করা হচ্ছে। (Photo: AP)
advertisement
6/7
সূত্রের তরফে আরও বলা হয়েছে যে, একাধিক খচ্চর চালকের গতিবিধির উপর প্রযুক্তির সাহায্য নিয়ে নজরদারি চালানো হচ্ছে। সন্ত্রাসবাদী প্রতিষ্ঠানগুলির সঙ্গে তাঁদের যোগ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এর জন্য তাঁদের মোবাইল ডেটা, কল ডিটেলস এবং লোকেশন হিস্ট্রিও পরীক্ষা করে দেখা হচ্ছে। (Photo: AP)
advertisement
7/7
তদন্তকারী সংস্থাগুলির বিশ্বাস, সন্ত্রাসবাদীদের কাছে এলাকার ভৌগোলিক তথ্য সরবরাহের ক্ষেত্রে স্থানীয় সহায়তার ভূমিকা উড়িয়ে দেওয়া যায় না। আসন্ন সময়ে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলতে হবে। প্রয়োজন পড়লে আরও গ্রেফতারি হবে। (Photo: AP)