Kashi Vishwanath Temple: কাশী বিশ্বনাথে উপচে পড়ছে ভিড়! সাত-আট ঘণ্টা লাইন দিয়ে দিতে হচ্ছে পুজো! সামাল দিতে নাজেহাল পুলিশ
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Kashi Vishwanath Temple: মহাকুম্ভ থেকে সোজা মানুষ পৌঁছে যাচ্ছেন কাশী বিশ্বনাথে! পা রাখার জায়গা নেই! পুজো দিতে বিরাট লাইন
advertisement
1/6

হচ্ছে মহাকুম্ভ মেলা। আর এই মহাকুম্ভ মেলা করেই অনেকেই আসছেন বারণসী বা কেউ যাচ্ছেন রাম-মন্দির। তবে মহাকুম্ভে পায়ে হেঁটে সম্পন্ন করেই অনেকেই এসে পৌঁছেছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দিরে। ইতি মধ্যেই মৌনী অমাবস্যা শেষ করেই বুধবার থেকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বারণসীতে।
advertisement
2/6
অনেকেই আবার মহাকুম্ভ যাওয়ার আগেই আসছেন বারণসীতে। দৈনিক গড়ে কয়েক লক্ষ পূর্নার্থীরা পুজো দিতে আসছেন এবং গঙ্গা আরতি দেখতে। মঙ্গলবার রেকর্ড ছিল পুণ্যার্থীর সংখ্যা। প্রায় ১০লক্ষ ভক্ত সমাগম হয়েছিল বলে সুত্রের খবর।
advertisement
3/6
একদিকে বয়ে চলেছে গঙ্গা। তার পাড়ে বিশ্বনাথের বাসস্থান। তাঁর পাশেই দেবী অন্নপূর্ণার অধিষ্ঠান। উত্তর ভারতের এই জনপদ বহু প্রাচীন। বয়ে যাওয়া সময়ের অভিঘাতে চেহারা বদলেছে, কিন্তু এই ঐতিহাসিক প্রাচীন শহরে মৌনী অমাবস্যার আগে সোমবার থেকে বুধবার পর্যন্ত গড়ে প্রায় দৈনন্দিন ১০লক্ষ জন সমাগম হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
advertisement
4/6
শহরের এক হোটেল ব্যবসায়ী রামবালী চৌরাসিয়া জানিয়েছেন, শহরজুড়ে অধিকাংশ হোটেল বুকিং করা আছে আগে থেকেই পর্যটকদের জন্য। শুধু তাই নয়, নিরাপত্তার কথা মাথায় রেখে শহরে বাইরের গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকী ভোর থেকেই বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালার জন্য ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। প্রায় ৭-৮ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এই জল ঢালা সম্ভব হচ্ছে।
advertisement
5/6
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহাকুম্ভের সময়ে কাশী বিশ্বনাথ মন্দিরেও প্রচুর সংখ্যক পুণ্যার্থীর ভিড় জমতে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ। আর তাই মন্দির কমিটির পক্ষ থেকে একাধিক বন্দোবস্ত করা হয়েছে।
advertisement
6/6
কাশী বিশ্বনাথ মন্দিরের চিফ এগজ়িকিউটিভ অফিসার বিশ্বভূষণ মিশ্র ঘোষণা করেছেন, মহাকুম্ভ চলাকালীন এই মন্দিরে নিষিদ্ধ থাকবে ‘স্পর্শ দর্শন’। তার বদলে হবে ‘ঝাঁকি দর্শন’। (তথ্য: কৌশিক অধিকারী)