TRENDING:

বিয়ের মঙ্গলসূত্র বাঁধা রেখে সন্তানের ক্লাসের জন্য টিভি কিনলেন মা, তবে...

Last Updated:
পড়ুয়াদের জন্য এখন ভীষণ প্রয়োজন মোবাইল, ল্যাপটপ বা টিভি৷ তাই তাদের জন্য ঝুঁকি নিতে প্রস্তুত অভিভাবকরা৷
advertisement
1/5
বিয়ের মঙ্গলসূত্র বাঁধা রেখে সন্তানের ক্লাসের জন্য টিভি কিনলেন মা, তবে...
▪️সন্তানের স্কুলের জন্য প্রয়োজন টিভি সেট৷ লকডাউনে এই টিভিতেই হচ্ছে ক্লাস৷ তাই তো দিন আনা দিন খাওয়া কর্নাটকের পরিবার কোনও মতে সেই টিভি কিনল স্ত্রীর বিয়ের মঙ্গলসূত্র বাঁধা রেখে৷
advertisement
2/5
▪️লকডাউনের ফলে বন্ধ করে স্কুল৷ কিন্তু পঠনপাঠন শুরু হয়েছে অনলাইনে বা টিভির ক্লাসরুমে৷ পড়ুয়াদের জন্য এখন ভীষণ প্রয়োজন মোবাইল, ল্যাপটপ বা টিভি৷ তাই তাদের জন্য সেই সব কিছু প্রস্তুত রাখছেন অভিভাবকরা৷
advertisement
3/5
▪️কর্নাটকের রাড্ডির নাগানুর গ্রামের কস্তুরী দেবীও সেই পথে হেঁটেছিলেন৷ দুই সন্তান৷ একজন পড়ে অষ্টম শ্রেণীতে আর অন্যজন সপ্তম শ্রেণীতে৷ লকডাউনে টিভিতে ক্লাস হচ্ছিল তাদের৷ কিন্তু বাড়িতে ছিল না টিভি৷ স্কুলের থেকে বারবার ক্লাস করার জন্য অনুরোধ করেছিল স্কুলের শিক্ষিকারা৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে বন্ধক রাখা হল কস্তুরী দেবীর বিয়ের মঙ্গলসূত্র৷
advertisement
4/5
▪️মন খারাপ হয়েছিল পরিবারের৷ তবে মেয়েরা জানিয়েছিল যে পড়াশুনা শিখে পরিবারের এই হতাশার ছবি দূর করবে তারা৷ তবে তার আগেই হল মুশকিল আসান৷
advertisement
5/5
▪️মোট ২০হাজাক টাকা পান এই মঙ্গলসূত্র বাঁধা রেখে৷ টিভি কেনেন ১৪হাজার টাকায়৷ এই খবর নিউজ18 কন্নড়ে প্রকাশ পেতেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় স্থানীয় প্রশাসনের তরফে৷ আধিকারিকরা সেই মঙ্গলসূত্র ফিরিয়ে দেন কস্তুরী দেবীকে৷
বাংলা খবর/ছবি/দেশ/
বিয়ের মঙ্গলসূত্র বাঁধা রেখে সন্তানের ক্লাসের জন্য টিভি কিনলেন মা, তবে...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল