Kamakhya Express accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত বাংলার যুবক! আহত রাজ্যের অনেকে, ছিটকে গিয়েছে কামাখ্যা এক্সপ্রেসের ১১টি কামরা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Kamakhya Express accident: বেঙ্গালুরু থেকে কামাক্ষ্যা যাওয়ার পথে বেলাইন হয়েছে ১২৫৫১ কামাক্ষ্য়া এক্সপ্রেসের ১১টি কামরা। নেরগুণ্ডি স্টেশনের কাছে খুড়দা রোড স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
advertisement
1/5

বেঙ্গালুরু থেকে কামাখ্যা যাওয়ার পথে বেলাইন হয়েছে ১২৫৫১ কামাক্ষ্য়া এক্সপ্রেসের ১১টি কামরা। নেরগুণ্ডি স্টেশনের কাছে খুড়দা রোড স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
advertisement
2/5
সূত্রের খবর, এই দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত যাত্রীর আলিপুরের বাসিন্দা। সেই সঙ্গে বহু যাত্রী এই দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর।
advertisement
3/5
যদিও আহতদের সংখ্যা কত তা এখনও জানা যায়নি। আহতদের চিকিৎসায় ডাক্তারদের তিনটি দল গঠন করা হয়েছে, জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
advertisement
4/5
রবিবার সকাল ১১টা ৫৪তে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে হাজির হয় মিডিক্যাল টিম এবং উদ্ধারকারী দল।
advertisement
5/5
দুর্ঘটনার খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর খোলা হয়েছে, 8991124238 (কটক) এবং 8455885999 (ভুবনেশ্বরে)।