TRENDING:

Farm House Bathroom: বাথরুমে ঢুকেই সন্দেহ হল মহিলার, ফার্ম হাউজে কী কাণ্ড? মালিকের মোবাইল দেখে থ পুলিশ

Last Updated:

ওই ফার্ম হাউজে কয়েক দিন কাটানোর জন্য ভাড়া নিয়েছিল একটি পরিবার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফার্ম হাউজে ছুটি কাটাতে গিয়েছিলেন মহিলা৷ কিন্তু বাথরুমে ঢুকেই সন্দেহ হয় তাঁর৷ সেই সন্দেহ যে অমূলক নয়, তা কয়েক মিনিটেই পরিষ্কার হয়ে যায়৷ কারণ খোঁজাখুজি করতেই তিনি দেখতে পান, বাথরুমের ভিতরে লুকিয়ে লাগানো রয়েছে একটি ক্যামেরা৷ বাথরুমে যাঁরাই ঢুকতেন, ওই ক্যামেরাতে তাঁদের সব ছবি উঠে যেত৷
বাথরুমে ঢুকতেই সন্দেহ মহিলার৷
বাথরুমে ঢুকতেই সন্দেহ মহিলার৷
advertisement

মহারাষ্ট্রের পানভেলের তালোজার একটি খামার বাড়িতে এই ঘটনা ঘটেছে৷ ওই ফার্ম হাউজটি অতিথিদের থাকার জন্য ভাড়া দেওয়া হত৷ পানভেলের ধনসাগর গ্রামের ওই ফার্ম হাউজের মালিক মনোজ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ৷

তদন্তে নেমে পুলিশ ওই ফার্ম হাউজের মালিকের মোবাইল ফোন থেকে বহু মহিলার গোপনে তোলা ভিডিও-র সন্ধান পেয়েছে পুলিশ৷ অভিযোগ, মহিলা অতিথিদের ওই সমস্ত ভিডিও গোপন ক্যামেরা দিয়ে তোলার পর সেগুলি অসাধু উদ্দ্যেশ্যে ছড়িয়েও দিয়েছিলেন অভিযুক্ত৷

advertisement

ওই ফার্ম হাউজের ম্যানেজারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পুলিশ৷ তদন্তকারীদের ধারণা, ওই ম্যানেজারও এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন৷

পুলিশ জানিয়েছে, ওই ফার্ম হাউজে কয়েক দিন কাটানোর জন্য ভাড়া নিয়েছিল একটি পরিবার৷ তাঁদের মধ্যে থেকেই একজন মহিলা বাথরুমে এই ক্যামেরাটি আবিষ্কার করেন৷ বিষয়টি নজরে আসতেই ফার্ম হাউজের মালিকের কাছে যান তিনি৷ তখন তিনি দেখেন, ফার্ম হাউজের মালিকই নিজের মোবাইল ফোনে ওই ভিডিওগুলি দেখতেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুল তো নয় যেন ক্ষুদে পড়ুয়াদের 'আনন্দ আশ্রম'! সরকারি বিদ্যালয়ের এমন চেহারা প্রশংসনীয়
আরও দেখুন

সঙ্গে সঙ্গে পরিবারের বাকি সদস্যদের বিষয়টি জানান ওই মহিলা৷ এর পরই খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে ফার্ম হাউজের মালিককে গ্রেফতার করে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Farm House Bathroom: বাথরুমে ঢুকেই সন্দেহ হল মহিলার, ফার্ম হাউজে কী কাণ্ড? মালিকের মোবাইল দেখে থ পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল