TRENDING:

বুরহানের মৃত্যুর জেরে অশান্ত উপত্যকা, আজও বাতিল অমরনাথ যাত্রা

Last Updated:
বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে রবিবারও উত্তপ্ত কাশ্মীর। হিজবুল কমান্ডারের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীর জুড়ে শনিবার থেকেই বিক্ষোভ দেখায় অসংখ্য মানুষ।
advertisement
1/5
বুরহানের মৃত্যুর জেরে অশান্ত উপত্যকা, আজও বাতিল অমরনাথ যাত্রা
বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে রবিবারও উত্তপ্ত কাশ্মীর। হিজবুল কমান্ডারের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীর জুড়ে শনিবার থেকেই বিক্ষোভ দেখায় অসংখ্য মানুষ। কুলগাঁও এবং অনন্তনাগ জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত আট বিক্ষোভকারী। আহত শতাধিক নিরাপত্তারক্ষীও। পরিস্থিতি মোকাবিলায় কাশ্মীরজুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আপাতত স্থগিত অমরনাথ যাত্রাও। উপত্যকাজুড়েই জারি হাইঅ্যালার্ট।
advertisement
2/5
শুক্রবারই ত্রালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল হিজবুল মুজাহিদিনের পোস্টার বয় বুরহান মুজফ্ফর ওয়ানির। ২৪ ঘণ্টা কাটতে কাটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর। ওয়ানির মৃত্যুর প্রতিবাদে শনিবার সকাল থেকেই কাশ্মীরজুড়ে বিক্ষোভ দেখায় অসংখ্য মানুষ।
advertisement
3/5
শনিবার প্রথমে কুলগাঁও জেলায় বিজেপির অফিসে হামলা চালায় বিক্ষোভকারীরা। এরপর অনন্তনাগের বন্দিপোড়া ও কোয়াজিগুন্দে থানায় চড়াও হয় একদল বিক্ষোভকারী। পুলিশের অস্ত্রসস্ত্রও লুঠ করা হয় বলে খবর। পুলওয়ামায়তেও পুলিশকে লক্ষ করে চলে পাথরবৃষ্টি। পরিস্থিতি মোকাবিলায় পালটা আসরে নামে নিরাপত্তাবাহিনী। শ্রীনগর সহ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় দিনভর দফায় দফায় সংঘর্ষ হয় দু'পক্ষের মধ্যে। নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ হারায় বেশকয়েকজন বিক্ষোভকারী। আহত শতাধিক নিরাপত্তারক্ষীও।
advertisement
4/5
উত্তপ্ত ছিল ওয়ানির জন্মভিটে ত্রালও। শনিবার নিহত জঙ্গির শেষকৃত্যে জড়ো হয়েছিলেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ। ত্রালে যাওয়ার পথেই অবশ্য আটকে দেওয়া হয় বিচ্ছিন্নতাবাদীদের মিছিল। শ্রীনগর সহ দক্ষিণ কাশ্মীর জুড়েই কার্ফুর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বন্ধ রয়েছে বাজার-দোকানপাটও। ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। উপত্যকায় ট্রেন চলাচলও বন্ধ রেখেছে প্রশাসন। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন করেছে নিরাপত্তাবাহিনী।
advertisement
5/5
উপত্যকার অশান্ত পরিবেশের প্রভাব পড়েছে অমরনাথ যাত্রাতেও। সাময়িকভাবে অমরনাথ যাত্রা স্থগিত রেখেছে প্রশাসন। কাশ্মীরজুড়েই মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
বুরহানের মৃত্যুর জেরে অশান্ত উপত্যকা, আজও বাতিল অমরনাথ যাত্রা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল