Jyoti Malhotra Pakistan Spy: পেশায় ট্রাভেল ব্লগার, নেশায় পাকিস্তানের গুপ্তচর! NIA-কে জ্যোতিকে নিয়ে প্রথম সতর্ক করেছিলেন কপিল, তিনি কে জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Jyoti Malhotra Pakistan Spy: তবে কি পহেলগাঁওতে জঙ্গি হামলার পিছনে দেশের মেয়ে জ্যোতিরও যোগ রয়েছে? গ্রেফতারির পর এই প্রশ্নই ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীদের।
advertisement
1/10

সুন্দরী ট্রাভেল ব্লগার, সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার। চ্যানেলের নাম 'ট্রাভেল উইথ জো'। মালকিন জ্যোতি রানি মালহোত্রা। আর সেই সুন্দর মুখের আড়ালেই পাকিস্তানতে তথ্য পাচার?
advertisement
2/10
ইতিমধ্যেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে।
advertisement
3/10
কিন্তু প্রথম কীভাবে জ্যোতির বিষয়ে জানা গেল? কে জানিয়েছিল যে জ্যোতি গুপ্তচর? এবং সেই ব্যক্তির সন্দেহ এতটাই জোরালো হয় যে, এনআইএ অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থাকে তিনি জানান জ্যোতির কথা!
advertisement
4/10
গ্রেফতারির মাস কয়েক আগেই জ্যোতির সম্পর্কে উদ্বেগপ্রকাশ করেছিলেন কপিল জৈন নামে এক ব্যক্তি। বছরখানেক আগে তাঁরই একটি ভিডিও ঘিরেই উঠেছিল প্রশ্ন। সেই ভিডিও সম্পর্কেই এনআইএ-কে জানান জ্যোতির ভক্ত-এক্স ব্যবহারকারী কপিল জৈন।
advertisement
5/10
জ্যোতির গ্রেফতারির পর থেকেই তাঁর সমাজমাধ্যমের বিভিন্ন পোস্ট আতশকাচের নীচে রয়েছে। যেমন তদন্তকারীরা খুঁজে দেখছেন, তেমনই সমাজমাধ্যমের ব্যবহারকারীরাও বিভিন্ন তথ্য ছড়াচ্ছেন।
advertisement
6/10
জানা গিয়েছে, জ্যোতির সোশ্যাল মিডিয়ার সেই সব পোস্ট নিয়েই ২০২৪ সালের মে মাসে এনআইএ-কে সতর্ক করেছিলেন কপিল জৈন নামে এক ব্যক্তি। তিনিও সমাজমাধ্যমে জ্যোতির অনুসরণকারীদের তালিকায় থাকা এক জন। সমাজমাধ্যমেই একটি পোস্টে জ্যোতির কার্যকলাপ খতিয়ে দেখার জন্য এনআইএ-কে সতর্ক করেছিলেন তিনি।
advertisement
7/10
কপিল তাঁর পোস্টে জ্যোতিরই ইউটিউব পেজের কিছু ছবির কথা উল্লেখ করেন। লেখেন, ‘‘এনআইএ, দয়া করে এই মহিলার উপর নজর রাখুন। উনি প্রথমে পাকিস্তান দূতাবাসে যান, তার পর ১০ দিনের জন্য পাকিস্তানেও গিয়েছিলেন। পরে ফিরে এসে কাশ্মীরে যান। তাঁর এই সব কার্যকলাপের নেপথ্যে কোনও যোগসূত্র থাকতে পারে।’’
advertisement
8/10
তবে কি পহেলগাঁওতে হামলার পিছনে দেশের মেয়ে জ্যোতিরও হাত রয়েছে? গ্রেফতারির পর এই প্রশ্নই ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীদের।
advertisement
9/10
সোশাল মিডিয়া জ্যোতির অ্যাকাউন্ট থেকে জানা যাচ্ছে, ভারতের নানান জায়গার পাশাপাশি ব্লগের দৌলতে বিদেশেও নিত্য যাতায়াত ছিল তাঁর। পাকিস্তান ছিল মূল ঘাঁটি। এছাড়াও সিঙ্গাপুর, চিন-সহ নানা দেশে ঘুরে বেড়াতেন ট্রাভেল ব্লগের অছিলায়।
advertisement
10/10
কিস্তানেরও নানা জায়গায় ঘুরে ঘুরে ভিডিও বানাতে দেখা গিয়েছে তাঁকে। যেখানে পাকিস্তানের গুণগান করছেন জ্যোতি। পাকিস্তানের হিন্দু মন্দিরের সামনেও বহু ভিডিও রয়েছে তাঁর।