Puri Jagannath Temple: নতুন সাজে পুরী! এখন জগন্নাথদর্শন আরও সহজ, পুণ্য অর্জনের পথও সুগম...জানুন বিশদে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Puri Jagannath Temple: নতুন বছরের শুরুতেই বাঙালি পর্যটকদের জন্য সুখবর৷ নতুন রূপে পাওয়া যাবে শ্রীক্ষেত্রকে৷
advertisement
1/7

নবকলেবরে সেজে উঠল পুরীর জগন্নাথ মন্দির৷ নতুন বছরের শুরুতেই বাঙালি পর্যটকদের জন্য সুখবর৷ নতুন রূপে পাওয়া যাবে শ্রীক্ষেত্রকে৷ পুরীর এই নতুন প্রকল্পে পুণ্যার্থীদর কাছে জগন্নাথ দর্শনের অভিজ্ঞতাই পাল্টে যাবে৷
advertisement
2/7
পুরীতে বহু প্রতীক্ষিত ঐতিহ্য করিডোর জনসাধারণের জন্য উদ্বোধন করা হল বুধবার৷ জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা আগেই জবরদখলমুক্ত করা হয়েছিল৷ এ বার নতুন রূপে সেজে উঠল ‘পরিক্রমা মার্গ’৷
advertisement
3/7
এ বার মন্দিরের চারটি দরজা সিংহ, হাতি, বাঘ বা ঘোড়া দ্বার একটানা পরিক্রমা করা যাবে পর পর৷ ৭৫ মিটারের এই পরিক্রমা মার্গ তৈরি করতে ব্যয় হয়েছে ৮০০ কোটি টাকা৷
advertisement
4/7
নতুন পরিকাঠামোতে ভক্তদের স্বাচ্ছন্দ্যের দিকটির দিকেও বিশেষ খেয়াল রাখা হচ্ছে৷ ভক্তদের সুবিধার্থে তৈরি হয়েছে শ্রী সেতু এবং শ্রী দাণ্ড৷ অর্থাৎ বিশেষ সেতু এবং বিশেষ পথ৷
advertisement
5/7
২০০ কোটি টাকা খরচ করে ২.৩ কিমি বিস্তৃত শ্রী সেতু সংযুক্ত হয়েছে ভুবনেশ্বর-পুরী সড়কের সঙ্গে৷ ফলে যানজট এড়িয়ে মন্দির দর্শনে ভক্তদের সুবিধে হবে৷
advertisement
6/7
রথযাত্রার মূল পথ বা বড় দাণ্ডের পাশে তৈরি হয়েছে শ্রী দাণ্ড৷ এখানে বন্দোবস্ত করা হয়েছে বহুতল পার্কিংয়ের৷ অশক্ত বা বিশেষ চাহিদাসম্পন্নের জন্য থাকছে ব্যাটারিচালিত গাড়ির ব্যবস্থা৷
advertisement
7/7
নতুন ব্যবস্থার ফলে পুরীতে ভক্ত সমাগম অনেক বেড়ে যাবে বলে ধারণা৷ দৈনিক গড়ে ১০ হাজার ভক্ত বাড়বে বলেই মনে করা হচ্ছে৷