TRENDING:

দুর্গম পাহাড়ি পথ, আহত মহিলাকে বাঁচাতে কাঁধে নিয়ে ৪০ কিলোমিটার হাঁটলেন ITBP জওয়ানরা

Last Updated:
দুর্গম পথে প্রতি মুহূর্তে বিপদ ছিল৷ কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে মহিলাকে কাঁধে করে নিজেদের গন্তব্যে পৌঁছন আইটিবিপি জওয়ানরা৷
advertisement
1/6
দুর্গম পাহাড়ি পথ, আহত মহিলাকে কাঁধে নিয়ে ৪০ কিলোমিটার হাঁটলেন ITBP জওয়ানরা
কিন্তু এসবের কোনও কিছুই দমাতে পারেনি আইটিবিপি-র জওয়ানদের৷ এমনই চল্লিশ কিলোমিটার দুর্গম গিরিপথে নিজেদের কাঁধে করে এক অসুস্থ মহিলাকে স্ট্রেচারে শুইয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তাঁরা৷ তার পরই ওই মহিলার চিকিৎসা শুরু করা সম্ভব হয়৷
advertisement
2/6
কিন্তু এসবের কোনও কিছুই দমাতে পারেনি আইটিবিপি-র জওয়ানদের৷ এমনই চল্লিশ কিলোমিটার দুর্গম গিরিপথে নিজেদের কাঁধে করে এক অসুস্থ মহিলাকে স্ট্রেচারে শুইয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তাঁরা৷ তার পরই ওই মহিলার চিকিৎসা শুরু করা সম্ভব হয়৷ Information- Shankar Anand
advertisement
3/6
ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার সীমান্ত লাগোয়া পাহাড়ি গ্রাম লাস্পায়৷ প্রত্যন্ত এই গ্রামে পৌঁছনো এমনিতেই কঠিন৷ তার উপর প্রবল বর্ষায় যাতায়াতের পথও গাড়ি চলাচলের যোগ্য নেই৷ গত ২০ অগাস্ট ওই গ্রামেরই বাসিন্দা এক মহিলা পাহাড় থেকে নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন৷ তাঁর পা ভেঙে যায়৷ কিন্তু টানা বৃষ্টির জেরে পরিস্থিতি এতটাই প্রতিকূল ছিল যে আহত মহিলাকে হাসপাতালেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি৷ Information- Shankar Anand
advertisement
4/6
অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেরহাদুন থেকে হেলিকপ্টার পাঠিয়েও মহিলাকে উদ্ধার করা সম্ভব ছিল না৷ এই পরিস্থিতিতে এগিয়ে আসেন সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা আইটিবিপি জওয়ানরা৷ ২২ অগাস্ট ওই মহিলাকে উদ্ধার অভিযান শুরু করেন আইটিবিপি-র ২৫ জন জওয়ান৷ Information- Shankar Anand
advertisement
5/6
প্রথমে ২২ কিলোমিটার হেঁটে নিজেদের ক্যাম্প থেকে ওই গ্রামে পৌঁছন জওয়ানরা৷ এর পর একটি স্ট্রেচারে মহিলাকে শুইয়ে তাঁকে কাঁধে করে রওনা দেন তাঁরা৷ প্রায় চল্লিশ কিলোমিটার পথ পেরিয়ে গভীর রাতে মুন্সিয়ারিতে ওই মহিলাকে নিয়ে পৌঁছন তাঁরা৷ সময় লাগে ১৫ ঘণ্টা! সেখান থেকেই গাড়িতে করে নিয়ে গিয়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ওই মহিলাকে৷ তার পরই তাঁর চিকিৎসা শুরু করা সম্ভব হয়৷ Information- Shankar Anand
advertisement
6/6
দুর্গম পথে প্রতি মুহূর্তে বিপদ ছিল৷ কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে মহিলাকে কাঁধে করে নিজেদের গন্তব্যে পৌঁছন জওয়ানরা৷ কখনও সন্তর্পণে বর্ষায় ভেজা পাহাড়ের ঢাল পেরিয়েছেন তাঁরা, কখনও আবার প্রবল স্রোতে বেয়ে চলা পাহাড়ি নালা অতিক্রম করেছেন৷ কিন্তু তাঁদের লক্ষ্য ছিল একটাই, ওই মহিলাকে নিরাপদে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া৷ Information- Shankar Anand
বাংলা খবর/ছবি/দেশ/
দুর্গম পাহাড়ি পথ, আহত মহিলাকে বাঁচাতে কাঁধে নিয়ে ৪০ কিলোমিটার হাঁটলেন ITBP জওয়ানরা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল