সুখের দিন শেষ! ড্রাইভিং লাইসেন্সে এই কাজটি না করলে বাতিল হয়ে যেতে পারে লাইসেন্স
Last Updated:
advertisement
1/7

• সতর্ক হন ৷ আপনার ড্রাইভিং লাইসেন্সটি ব্যবহারযোগ্য রাখতে গেলে এই কাজটি অবশ্যই করুন ৷
advertisement
2/7
• ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র ৷ এই মর্মে নতুন আইনও বলবৎ হতে পারে শীঘ্রই ৷
advertisement
3/7
• সম্প্রতি পঞ্জাবের ফাগওয়ারায় ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে কেন্দ্রীয় আইন শৃঙ্খলামন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘খুবই শীঘ্রই আইনে বড়সড় পরিবর্তন আসবে ৷ ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হতে চলেছে ৷ তবে এখনও পর্যন্ত পার্লামেন্টে বিলটা আটকে রয়েছে ৷’’
advertisement
4/7
• উদাহরণ হিসেবে প্রসাদ বলেন, ধরা যাক একজন মদ্যপ ব্যক্তি চারজন পথচারীকে চাপা দিয়ে পঞ্জাব থেকে পালিয়ে অন্য রাজ্যে চলে গিয়েছেন ৷ সেখানে গিয়ে তিনি নতুন ড্রাইভিং লাইসেন্স বানালেন ৷ নতুন একটা নাম দিলেন তাতে ৷ কিন্তু যদি লাইসেন্স আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে তা হলে তখনই তাঁকে ধরা যাবে ৷ কারণ নাম পরিবর্তন করা সহজ, বায়োমেট্রিক কেউ বদলাতে পারেন না ৷
advertisement
5/7
• মনে করা হচ্ছে, এই আইন বলবৎ হলে জাল লাইসেন্স তৈরি করার প্রবণতা অনেকটাই কমবে ৷
advertisement
6/7
• শুধু তাই নয়, এর মাধ্যমে জরিমানা সংক্রান্ত রেকর্ডও মেনটেইন করা সহজ হবে ৷
advertisement
7/7
• প্রসাদ বলেন, এ দেশে এখনও লাইসেন্স তৈরির প্রক্রিয়া যথেষ্ট স্বচ্ছ নয় ৷ এ জন্য সরকারের তরফে আরও ভাল ড্রাইভিং ট্রেনিং স্কুল গড়ে তুলতে হবে ৷ এখন ড্রাইভিং লাইসেন্স তৈরিও ডিজিটাইজড হচ্ছে ৷ তবে পুরো বিষয়টা নিয়মমাফিক করতে এখনও অনেক সময় লাগবে ৷