এটা ভারতের ৭৫ না ৭৬তম স্বাধীনতা দিবস? অঙ্কের এই হিসাবে হবে সব স্পষ্ট
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
কিন্তু এই বছরের স্বাধীনতা দিবস কত তম, ৭৫ না ৭৬, তা নিয়ে পাড়ার মোড়ে, চায়ের দোকানে চলছে বিস্তর বিতর্ক।
advertisement
1/6

হিসাব নিয়ে জটিলতার শেষ নেই। দেশ জুড়ে আজাদিকা অমৃত মহোৎসব পালিত হচ্ছে, অর্থাৎ ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার হর ঘর তিরঙ্গা অনুষ্ঠানের কথা ঘোষণা করেছে এই উলপক্ষে। কিন্তু এই বছরের স্বাধীনতা দিবস কত তম, ৭৫ না ৭৬, তা নিয়ে পাড়ার মোড়ে, চায়ের দোকানে চলছে বিস্তর বিতর্ক।
advertisement
2/6
ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির পর ভারতের স্বাধীনতার লাভের ৭৫ বছর পূর্ণ হচ্ছে এই বছরে। তা হলে একে কী ৭৫তম স্বাধীনতা দিবস বলা চলে, না এটি ৭৬তম স্বাধীনতা দিবস।
advertisement
3/6
ভারত ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা অর্জন করে। সেই অনুসারে, ১০ বছরের ব্যবধান গুণলে স্বাধীনতার দশ বছর পার হয় ১৯৫৭ সালে, এর পর ২০ বছর পার হয় ১৯৬৭ সালে। এই করে ৭০ বছর পার হয় ২০১৭ সালে।
advertisement
4/6
এই হিসাবে যদি দেখা যাবে, ভারতে মোট ৭৬টি স্বাধীনতা দিবস পালিত হয়েছে. সেই হিসাবে এটি ৭৬তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে দেশ জুড়ে। সেই কারণেই ধাঁধা তৈরি হচ্ছে মানুষের মনে। (AP Photo/Bikas Das)
advertisement
5/6
তবে স্পষ্ট করে এ কথা বুঝে নেওয়া দরকার, আমরা এ বছর ৭৬তম স্বাধীনতা দিবস পালন করছি, পাশাপাশি, স্বাধীনতার ৭৫ বছর অতিক্রমণ করার উৎসব পালন করছি। কারণ, প্রথম স্বাধীনতা দিবসও পালিত হয়েছিল, তবে সেটিতে বছর গোনা সম্ভব হয়নি, কারণ ওই দিনটিতেই স্বাধীনতা এসেছিল। AP Photo/Rajanish kakade)
advertisement
6/6
সেই কারণে যদি বছর গোনা হয়, তা হলে বলতে হবে, আমরা স্বাধীনতা পাওয়ার পর থেকে আমরা ৭৫ বছর পেরিয়ে এলাম, ৭৬ তম বছর শুরু হল আজ থেকে। সেই কারণে, ৭৬তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে আর ৭৫ বছর পেরিয়ে যাওয়া স্বাধীনতাকে ঘিরে উৎসব পালিত হচ্ছে। AP Photo/Rajanish kakade)