advertisement
1/7

রেল যাত্রা বিমার নিয়মে পরিবর্তন এনেছে IRCTC। এতদিন পর্যন্ত টিকিট কাটলেই গ্রাহকরা পেতেন ভ্রমণ বিমা । সেই নিয়মেই পরিবর্তন এনেছে IRCTC । ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন নিয়ম চালু হয়েছে । কী সেই নিয়ম? জেনে নিন। (Photo: REUTERS)
advertisement
2/7
এতদিন পর্যন্ত টিকিট বুক করলেই একদম ফ্রিতেই যাত্রীদের ভ্রমণ বিমার পরিষেবা দিত রেল কর্তৃপক্ষ । কিন্তু এখন থেকে এই সুবিধা আর ফ্রিতে পাওয়া যাবে না । এখন থেকে টিকিট বুক করার সময়ই আপনি “Travel Insurance” নামক এক অপশন দেখতে পাবেন যেখানে আপনি বিমার সুবিধার জন্য আবেদন করতে পারবেন । (Photo: REUTERS)
advertisement
3/7
এই বিমা পাওয়ার জন্য আপনাকে মাত্র ৬৮ পয়সা দিতে হবে । অর্থাৎ মাত্র ৬৮ পয়সার বিনিময়েই আপনি পাবেন এই ভ্রমণ বিমা যার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা । ট্রেন দুর্ঘটনা বা অন্য কোনও দুর্ঘটনার ক্ষেত্রে প্রায় ১০ লক্ষ টাকার বিমা দেয় IRCTC। (Photo: News18)
advertisement
4/7
স্থায়ী আংশিক শারীরিক অক্ষমতার জন্য প্রায় ৭.৫ লক্ষটাকার বিমা পাওয়া যায়। হাসপাতালে চিকিৎসার খরচের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা রয়েছে। দুর্ঘটনা ছাড়াও অন্যান্য আকস্মিক ঘটনার জন্যও বিমার সুবিধা রয়েছে । (Photo:PTI)
advertisement
5/7
IRCTC-এর ওয়েবসাইট থেকে ই-টিকিট বুক করার সময়ই ৬৮ পয়সা আপনাকে জমা দিতে হবে যার পরিবর্তে এই যাত্রা বিমা পেতে পারেন আপনি। বিমানের টিকিট কাটার সময়ও ভ্রমণ বিমার সুবিধা রয়েছে যদিও তারজন্য আপনাকে অনেকগুলি বাড়তি টাকাই গুনতে হবে । (Photo: Collected)
advertisement
6/7
যাত্রীদের এই বিমার জন্য রেল আইসিআইসিআই লোম্বার্ড, রয়্যাল সুন্দরম জেনারেল ইনস্যুরেন্স, শ্রীরাম জেনারেল ইনস্যুরেন্স-এর সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছে। টিকিট কাটার এই তিনটির মধ্যে থেকে একটির পলিসি বেছে নিতে পারবেন আপনি। কোনও কারণে বিমার টাকার প্রয়োজন হলে সেই সংস্থার সঙ্গেই যোগাযোগ করতে হবে আপনাকে । (Photo: News18)
advertisement
7/7
টিকিট বুক করার পর বিমার পলিসি আপনার ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তার জন্য আপনাকে নমিনেশন ডিটেলসও পূরণ করতে হবে । (Photo:AP)