আধার কার্ড না থাকলে IRCTC-তে টিকিট পেতে মাথায় হাত পড়বে যাত্রীদের! 'আধার অথেনটিকেশন' বাধ্যতামূলক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ITCTC Ticketing Rules: এবার আইআরসিটিসিতে টিকিট কাটতে গেলে বাধ্যতামূলক আধার কার্ড। আধার কার্ড না থাকলে বিপুল বিপদে পড়তে হবে যাত্রীদের, এমনই জানিয়েছে ভারতীয় রেল।
advertisement
1/5

এবার আইআরসিটিসিতে টিকিট কাটতে গেলে বাধ্যতামূলক আধার কার্ড। আধার কার্ড না থাকলে বিপুল বিপদে পড়তে হবে যাত্রীদের, এমনই জানিয়েছে ভারতীয় রেল।
advertisement
2/5
এ বার থেকে অনলাইনে টিকিট কাটতে গেলে প্রথম ১৫ মিনিট আধার কার্ড বাধ্যতামূলক। আগামী ১ অক্টোবর থেকে রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসি-র ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপে টিকিট কাটতে গেলে এই নিয়ম মানতে হবে যাত্রীদের।
advertisement
3/5
বুকিং চালু হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যে আধার পরিচয়পত্র ছাড়া সংরক্ষিত আসনের টিকিট কাটা যাবে না। প্রথম ১৫ মিনিটের মধ্যে টিকিট কাটার জন্য যে কোনও যাত্রীর ক্ষেত্রেই ‘আধার অথেন্টিকেশন’ বাধ্যতামূলক।
advertisement
4/5
সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম্স (সিআরআইএস) এবং আইআরসিটিসি-কে সেই অনুযায়ী সিস্টেম আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
5/5
এর ফলে আধার কার্ড ছাড়া টিকিট কাটতে গেলে সমস্যায় পড়তে হবে যাত্রীদের। অবশ্য ১৫ মিনিট পরে সব যাত্রীরাই টিকিট কাটতে পারবেন, আধার কার্ড না থাকলেও।