IRCTC Tour Package Indian Railways: IRCTC-এর বিশেষ ট্যুর প্যাকেজ-এর খোঁজ করছেন! চিন্তা নেই, উত্তর-পূর্ব ভারতে ঘোরা এবার আরও সহজ...জানুন পুরোটা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
IRCTC Tour Package Indian Railways: IRCTC আনছে উত্তর-পূর্ব ভারতের জন্য নতুন বাজেট ট্যুর প্যাকেজ। এই প্যাকেজে থাকবে ত্রিপুরা সুন্দরী মন্দির ও মিজোরামের আইজল সহ মনোরম গন্তব্য। স্বল্প খরচে ট্রেনে ঘুরে দেখা যাবে নর্থ ইস্টের অপরূপ সৌন্দর্য। বিস্তারিত জানুন...
advertisement
1/10

অনেকেরই ইচ্ছে করে উত্তর-পূর্ব ভারতের (নর্থ-ইস্ট) সবুজ প্রকৃতি, পাহাড় আর অপরূপ সৌন্দর্য উপভোগ করার। কিন্তু ট্রেন বা বিমানের ভাড়ার কারণে বহু মানুষ সে স্বপ্ন পূরণ করতে পারেন না।
advertisement
2/10
এবার তাঁদের জন্য সুখবর নিয়ে আসছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। খুব শিগগিরই তারা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন পর্যটন ও ধর্মীয় স্থান ঘোরার জন্য বাজেট ট্যুর প্যাকেজ চালু করতে চলেছে।
advertisement
3/10
এই ট্যুর প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ত্রিপুরার প্রসিদ্ধ ত্রিপুরাসুন্দরি মন্দির এবং মিজোরামের রাজধানী আইজল। IRCTC জানিয়েছে, এটি একটি সাশ্রয়ী মূল্যের প্যাকেজ হবে যাতে অনেক বেশি মানুষ এই জায়গাগুলি ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন।
advertisement
4/10
IRCTC ইতিমধ্যে 'ভারত গৌরব ট্রেন' প্রকল্পের অধীনে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন পর্যটন ও ধর্মীয় স্থানে ঘোরার জন্য ডিলাক্স ও বাজেট প্যাকেজ চালু করেছে। তবে এতদিন পর্যন্ত নর্থ-ইস্ট ভারতের জন্য কোনো প্যাকেজ চালু হয়নি।
advertisement
5/10
এর প্রধান কারণ হল, IRCTC এর পর্যটন ট্রেনগুলিতে একসাথে ৮০০ থেকে ১০০০ যাত্রী ভ্রমণ করে। সেই অনুযায়ী এতজন যাত্রীর স্থানীয় ট্রান্সপোর্ট, থাকা ও খাওয়ার সুব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। তবে এবার IRCTC স্থানীয় ট্রান্সপোর্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করছে।
advertisement
6/10
বর্তমানে IRCTC-এর ভারত গৌরব ট্রেন শুধুমাত্র গুয়াহাটি পর্যন্ত যায়। তবে এবার মিজোরাম, ত্রিপুরা-সহ অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যকেও এই প্যাকেজের আওতায় আনা হবে, যাতে সম্পূর্ণ নর্থ-ইস্ট ঘোরা সম্ভব হয়।
advertisement
7/10
গুয়াহাটি পর্যন্ত যাওয়া সহজ হলেও, তার পরবর্তী যাত্রাপথে লোকাল ট্রান্সপোর্ট নিতে হয়, নাহলে একমাত্র বিকল্প থাকে বিমান। কিন্তু বিমানের ভাড়া সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই এবার পুরো সফরকে ট্রেন-ভিত্তিক করতেই উদ্যোগ নিচ্ছে IRCTC।
advertisement
8/10
প্যাকেজে যে জায়গাগুলি অন্তর্ভুক্ত থাকবে, তার মধ্যে রয়েছে ত্রিপুরার ত্রিপুরাসুন্দরি মন্দির। পাশাপাশি মিজোরামের রাজধানী আইজল-কেও এই ট্যুরে অন্তর্ভুক্ত করা হবে। কারণ শিগগিরই আইজল রেলপথের সঙ্গে যুক্ত হতে চলেছে।
advertisement
9/10
এই নতুন রেললাইনটি নিজেই একটি বিস্ময়। এটি হবে ভারতের অন্যতম চ্যালেঞ্জিং রেলপথ—যেখানে অসংখ্য টানেল এবং ব্রিজ পার করে যাত্রীদের পৌঁছাতে হবে আইজলে। রেল কর্তৃপক্ষের মতে, কটরা-শ্রীনগরের পরে এটি দেশের দ্বিতীয় সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্প।
advertisement
10/10
এই ট্যুর প্যাকেজ চালু হলে যেসব মানুষ এতদিন বাজেটের কারণে উত্তর-পূর্ব ভারতে যেতে পারেননি, তাঁরা এখন স্বল্প খরচে স্বপ্ন পূরণ করতে পারবেন। পাশাপাশি এটি দেশের পর্যটন খাতেও নতুন গতি আনবে।