TRENDING:

বেড়াতে যাবেন ভাবছেন? IRCTC-র টিকিট বুকিংয়ের নতুন নিয়মগুলো জেনে নিন

Last Updated:
জেনে নিন কী ভাবে IRCTC ই-টিকিট বুক করবেন
advertisement
1/8
বেড়াতে যাবেন ভাবছেন? IRCTC-র টিকিট বুকিংয়ের নতুন নিয়মগুলো জেনে নিন
করোনাকে সঙ্গে নিয়েই দেশের কাজকর্মের চাকা একটু হলেও ঘুরতে শুরু করেছে। তার সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে রেলগাড়ির চাকাও। যাত্রীদের ভ্রমণ আরও শান্তিপূর্ণ করতে তাই IRCTC কয়েকটি নতুন নিয়ম চালু করেছেন তাদের ই-টিকিট বুক করার ক্ষেত্রে।
advertisement
2/8
এখন থেকে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে দ্বিতীয় রিজার্ভেশন বা সংরক্ষিত আসনের তালিকা প্রকাশ করবে রেল। করোনার জন্য এর আগে এই তালিকা দুই ঘণ্টা আগে প্রকাশ করা হত।
advertisement
3/8
করোনা সংক্রমণের আগে নিয়ম ছিল যে প্রথম সংরক্ষিত আসনের তালিকা ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে প্রকাশিত হবে। যাতে বাকি আসন PRS বা প্যাসেঞ্জার রিজারভেশন সিস্টেম কাউন্টারের পাশাপাশি অনলাইনেও অন্য যাত্রীরা বুক করে নিতে পারেন। তবে সে ক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে টিকিট দেওয়া হত। অর্থাৎ যত আগে আপনি আসবেন, তত তাড়াতাড়ি জায়গা পাবেন।
advertisement
4/8
এখন থেকে দ্বিতীয় রিজারভেশন চার্ট ট্রেন ছাড়ার ৩০ থেকে ৩৫ মিনিট আগে বেরোবে, বুক করা টিকিট এই সময় ক্যানসেল করা যাবে এবং যেমন রিফান্ড নিয়ম আছে সেই অনুযায়ী টাকা ফেরত পাবেন।
advertisement
5/8
কী ভাবে IRCTC ই-টিকিট বুক করবেন? irctc.co.in ওয়েবসাইটে গিয়ে লগ-ইন করুন। কোনও অ্যাকাউন্ট না থাকলে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিন। কোথা থেকে কোথায় যাবেন, কবে যাবেন, কোন ধরনের কোচ চাইছেন সে সব বেছে নিয়ে ট্রেন খুঁজে নিন।
advertisement
6/8
তালিকা থেকে ট্রেন বেছে কোন ক্লাসে ভ্রমণ করবেন সেটা দেখে নিন। সেই ট্রেনে আসন আছে কি না এবং কত ভাড়া দেখে নিন। যদি আসন থাকে তা হলে বুক টিকিটে ক্লিক করুন।
advertisement
7/8
নাম, বয়স, কোন বার্থ চাই এ সব লিখে ফর্ম ফিল-আপ করে টিকিট বুক করুন। বার্থ পেয়ে গেলে বুকিংও কনফার্ম হবে। স্ক্রল করে নিচে এসে ফোন নম্বর ও ক্যাপচা কোড দিন। তার পর আবার কন্টিনিউ বুকিং-এ যান।
advertisement
8/8
এ বার পেমেন্ট দেওয়ার পালা। ক্রেডিট না ডেবিট কার্ড কোনটা দিয়ে পেমেন্ট দেবেন, না কি অন্য কোনও ভাবে সেটা বেছে নিন। পেমেন্ট হয়ে গেলে আপনার বুকিং সমাপ্ত হবে। ফোন এবং ই-মেলে আপনি এই বিষয়ে কনফার্মেশন পেয়ে যাবেন।
বাংলা খবর/ছবি/দেশ/
বেড়াতে যাবেন ভাবছেন? IRCTC-র টিকিট বুকিংয়ের নতুন নিয়মগুলো জেনে নিন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল