TRENDING:

চাদরের তলা থেকে বেরিয়ে এল আলতা পরা পা...! স্লিপার কোচের মিডল বার্থে কী? দেখেই শিউরে উঠল সবাই!

Last Updated:
Indian Railways: ট্রেন ভ্রমণের জন্য তৈরি ভারতীয় গণপরিবহণের এক অদ্ভুত কীর্তি। প্রাক্তন সিনেমার সেই ট্রেন যাত্রা মনে আছে? কী ভাবে প্রাক্তন স্বামীর দ্বিতীয় পক্ষের সঙ্গেই জমিয়ে আড্ডা দিতে দিতেই অনেকটা পথ পেরিয়ে গিয়েছিলেন ঋতুপর্ণা?
advertisement
1/12
চাদরের তলা থেকে বেরিয়ে এল আলতা পরা পা...! স্লিপার কোচের মিডল বার্থে কী? দেখেই শিউরে উঠল!
যাতায়াতের দুর্দান্ত মজাদার এক মাধ্যম হল ট্রেন। কেউ কেউ তো ট্রেনে উঠলেই খোশগল্প জুড়ে দেন পাশের যাত্রীর সঙ্গে। কেউ আবার বসে পড়েন হাতে বই নিয়ে। আবার কারও ভাল লাগে জানালা দিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে একের পর এক নদী-নালা-খাল-বিল পেরিয়ে যেতে।
advertisement
2/12
ট্রেন ভ্রমণের জন্য তৈরি ভারতীয় গণপরিবহণের এক অদ্ভুত কীর্তি। প্রাক্তন সিনেমার সেই ট্রেন যাত্রা মনে আছে? কী ভাবে প্রাক্তন স্বামীর দ্বিতীয় পক্ষের সঙ্গেই জমিয়ে আড্ডা দিতে দিতেই অনেকটা পথ পেরিয়ে গিয়েছিলেন ঋতুপর্ণা?
advertisement
3/12
আচমকাই জেনেছিলেন আসলে এতটা সময় যাঁর সঙ্গে বন্ধুত্ব ও মিতালি গড়ে উঠল ট্রেনের কুপেতে তিনি তাঁরই প্রাক্তন প্রেমিক ও পরবর্তীকালে 'স্বামী' প্রসেনজিতের স্ত্রী। সিনেমায় এমন ঘটলেও বাস্তবেও কিন্তু এমন ঘটনা বিরল নয়।
advertisement
4/12
অনেকেই ট্রেনে সহযাত্রীদের মধ্যে পেয়ে যান হারিয়ে যাওয়া বন্ধুকে। কেউ খুঁজে পান নতুন সম্পর্কের টান। কিন্তু সহযাত্রীর সঙ্গে যখন অন্য কিছু ঘটে যায়? এমন কিছু যা দেখলে শিউরে ওঠেন আশেপাশের মানুষ?
advertisement
5/12
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল ভিডিওতেও যা দেখা গিয়েছে তা রীতিমতো নড়িয়ে দিয়েছে নেটপাড়াকে। ট্রেনের বার্থে বসেছিল দুই মহিলা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে যা ঘটল দেখলে চোখ ঢাকবেন আপনিও। Generated Representative Image
advertisement
6/12
ট্রেনের স্লিপার ক্লাস। দুই মহিলা পাশাপাশি বসে। কিছু একটা কথা চলছিল দু'জনের মধ্যে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই যা ঘটল, তা কেউ কখনও বোধহয় কল্পনাও করতে পারবেন না। স্লিপার কোচের মিডল বার্থে এমন দৃশ্য কেউ কক্ষনও দেখেননি আগে। Representative Image
advertisement
7/12
হঠাৎ আশেপাশের প্যাসেঞ্জাররা কিছু বোঝার আগেই শুরু হয়ে যায় ভয়ঙ্কর কাণ্ড। যেন আজীবনের শত্রু, এমনভাবে দু'জন দুজনের উপর হামলে পড়েন দুই মহিলা। কী সব বলতে বলতে একে অপরের উপরে হুমড়ি খেয়ে পরে।
advertisement
8/12
আশপাশের লোক কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাঁদের থামানোর ব্যর্থ চেষ্টা করতে থাকলেও কোনও লাভ হয়নি। উভয়েই একে অপরকে এত মারধর করে যে যারা তাদের বাঁচানোর চেষ্টা করে তাঁরা ধারে কাছে ঘেঁষতেও ভয় পান।
advertisement
9/12
প্রায় ৭০ সেকেন্ডের এই ভাইরাল ক্লিপটিতে এরপরেই দেখা যায় গায়ে কাঁটা লাগা দৃশ্য আলতা পরা পায়ের মেয়েটি ঝুলে পরে মিডল বার্থ থেকে নীচে। মুহূর্তের মধ্যে কী যে ঘটে যায় কেউ বুঝে উঠতে পারে না। খবর পেয়ে ছুটে আসেন টিটিই। Generated Representative Image
advertisement
10/12
বিষয়টি ছড়িয়ে পড়তেই ছিছিক্কার রব ওঠে। নেটপাড়ায় তোলপাড় পরে যায়, অনেকেই মন্তব্য করেন, এর আগে ট্রেনের স্লিপার কোচের মাঝখানের বার্থে এমন মারামারি দেখা যায়নি। এই দৃশ্য সত্যি লজ্জাজনক।Generated Representative Image
advertisement
11/12
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অবশ্য কেউ কেউ এই নিয়ে মন্তব্য বিভাগে মজা করতেও ছাড়েননি। কিছু সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী বলেন, "এই মারামারি অবশ্যই সিট নিয়ে হয়েছে। সেই কারণেই দুজনকেই এত আক্রমণাত্মক দেখাচ্ছে।" Generated Representative Image
advertisement
12/12
X-এ এই ভিডিওটি পোস্ট করার সময়, @gharkekalesh নামের একজন ব্যবহারকারী লেখেন - ভারতীয় রেলে সিট নিয়ে দুই মহিলার মধ্যে সংঘর্ষ। চাঞ্চল্যকর এই ভিডিওটি এখনও পর্যন্ত ২ লক্ষেরও বেশি ভিউ এবং প্রায় ১৫০০ লাইক পেয়েছে। পোস্টটিতে ১০০ টিরও বেশি মন্তব্যও এসেছে বিভিন্ন মহল থেকে। Generated Representative Image
বাংলা খবর/ছবি/দেশ/
চাদরের তলা থেকে বেরিয়ে এল আলতা পরা পা...! স্লিপার কোচের মিডল বার্থে কী? দেখেই শিউরে উঠল সবাই!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল