TRENDING:

গতি কমে যাচ্ছে কেন দূরপাল্লার ট্রেনে...? আসল 'কারণ' প্রকাশ্যে আনলেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম! তৎপর রেল দফতর 

Last Updated:
Indian Railways: অভিযোগ, দেরিতে ট্রেন চলছে। কিন্তু দেরিতে ট্রেন চলাচলে যে কারণ যাত্রীদের দ্বারা তৈরি হচ্ছে, তার মধ্যে যে কারণ মারাত্মক ভাবে সমস্যা তৈরি করেছে তা এবার প্রকাশ্যে জানাল রেল।
advertisement
1/10
গতি কমে যাচ্ছে কেন দূরপাল্লার ট্রেনে..? আসল 'কারণ' প্রকাশ্যে আনল পূর্ব রেলের হাওড়া ডিভিশন
অকারণে চেইন টানার জের! বড় সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় রেলকে। অবাঞ্ছিত কারণে চেন টানাতেই গতি কমছে দূরপাল্লার ট্রেনে! পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেনে প্রকাশ্যে এল অভিনব সমস্যা।
advertisement
2/10
বিভিন্ন সময়ে যাত্রীদের মুখে শোনা যাচ্ছে অভিযোগ, দেরিতে ট্রেন চলছে। কিন্তু দেরিতে ট্রেন চলাচলে যে কারণ যাত্রীদের দ্বারা তৈরি হচ্ছে, তার মধ্যে যে কারণ মারাত্মক ভাবে সমস্যা তৈরি করেছে তা এবার প্রকাশ্যে জানাল রেল।
advertisement
3/10
ট্রেনে যাত্রা কালে বেশকিছু দায়িত্বজ্ঞানহীন যাত্রী অকারণে চলন্ত ট্রেনে চেইন টানার ফলে কমে যাচ্ছে ট্রেনের গতি। এই সমস্যা মেটাতে রেল কর্তৃপক্ষ জেল এবং জরিমানার ব্যবস্থা করেছে।
advertisement
4/10
সাধারণ যাত্রীরাও মনে করছেন কোনও গুরুত্বপূর্ণ কারণ ছাড়া  যখন তখন ট্রেনের চেইন টানা ঠিক নয়। এ ব্যাপারে যাত্রীদের সচেতন করতে উদ্যোগ নিয়েছে রেল।
advertisement
5/10
পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানিয়েছেন, "সম্প্রতি হাওড়া বর্ধমান শাখায় দূরপাল্লার বেশ কিছু ট্রেনে একশ্রেণীর দায়িত্বজ্ঞানহীন যাত্রী কোনও বিশেষ কারণ ছাড়াই চলন্ত ট্রেনে চেইন টানছেন। এর ফলে সমস্যায় পড়ছেন গোটা ট্রেনের প্রায় ১৫০০ থেকে ২০০০ যাত্রী।"
advertisement
6/10
"চেইন টানার ফলে, সেই চলন্ত ট্রেনের গতি যেমন কমে যাচ্ছে। তেমনি পিছনে থাকা ট্রেনের গন্তব্যে পৌঁছতে সময় অনেক বেশি লেগে যাচ্ছে। চেইন টানার ফলে সেই ট্রেন-সহ পিছনের দিকের আসা একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচী বদলে যাচ্ছে। এর ফলে নির্ধারিত ট্রেনগুলি নির্দিষ্ট সময়ের অনেক দেরিতে গন্তব্যে পৌঁছচ্ছে।"
advertisement
7/10
তিনি আরও বলেন, "হাওড়া বর্ধমান লাইনে প্রতিদিন গড়ে প্রায় পাঁচটি অর্থাৎ মাসে প্রায় দেড়শটি চেইন টানার ঘটনা ঘটছে। এই সমস্যা মোকাবিলা করতে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে শুরু করেছে। কোন গুরুত্বপূর্ণ কারণ ছাড়া চেইন টানা হলে তাদের চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
advertisement
8/10
গুরুত্বপূর্ণ কারণ ছাড়া চলন্ত ট্রেনে চেইন টানার অপরাধে জেল এবং জরিমানার দুই হতে পারে। তাদের ছবি সমাজ মাধ্যমে দেয়া হতে পারে বলেও জানা গেছে। এর পাশাপাশি সাধারণ যাত্রীদের সচেতন করতে রেলের প্লাটফর্মে আরপিএফ জওয়ানদের মাইকে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
9/10
জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে চলন্ত ট্রেনে চেইন টানার কারণ হিসেবে জানা যায়। সহ যাত্রীরা দেরিতে স্টেশনে পৌঁছানোর কারণে বন্ধুদের দিয়ে এই ধরনের কাজ করা হচ্ছে। তাই এবার নির্দেশ অনুযায়ী দূরপাল্লার ট্রেন ছাড়ার আগে আরপিএফ জওয়ানরা যাত্রীদের সচেতন করার জন্য মাইকে প্রচার করছেন।
advertisement
10/10
এ বিষয়ে বেশ কিছু যাত্রী জানায়, কোনও বড় কারণ ছাড়া ট্রেনের চেইন টানা উচিত নয়। এতে দারুন সমস্যায় পড়ছেন সাধারন যাত্রীরা। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ কঠোর ভূমিকা পালন করায় সঠিক পদক্ষেপ।রাকেশ মাইতি
বাংলা খবর/ছবি/দেশ/
গতি কমে যাচ্ছে কেন দূরপাল্লার ট্রেনে...? আসল 'কারণ' প্রকাশ্যে আনলেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম! তৎপর রেল দফতর 
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল