Indian Railways: ট্রেন চালানোর সময় লোকো পাইলটের হঠাৎ ঘুম পেয়ে গেলে...কী করেন তিনি? ইঞ্জিনে তো থাকে না বিছানা...৯৯% মানুষ জানেন না সঠিক উত্তর
- Published by:Satabdi Adhikary
Last Updated:
তালিকা অনুসারে, চালকরা প্রতিদিন ৯ ঘণ্টা ট্রেন চালান। লোকো পাইলটদের এর বেশি ট্রেন চালাতে দেওয়া হয় না। লোকো পাইলটদের বিশ্রামের জন্য রানিং ডিপো রুম তৈরি করা হয়। এগুলিতে এসি রুম থাকে। যেখানে লোকো পাইলটরা বিশ্রাম নেন। এর অর্থ হল ৯ ঘণ্টা ট্রেন চালানোর পর, শিফট পরিবর্তন হয় এবং লোকো পাইলট বিশ্রাম নেন।
advertisement
1/8

একটানা সামনের ট্র্যাকে চোখ রেখে ট্রেন চালানো৷ ক্লান্তি হওয়াটা স্বাভাবিক৷ আর ক্লান্তি হলে ঘুম পাবে সেটাও স্বাভাবিক৷ কিন্তু, কখনও ভেবে দেখেছেন কি? ট্রেনের পাইলটের যদি দূরপাল্লার ট্রেন চালানোর সময় ঘুম পায়, তাঁরা কী করেন?
advertisement
2/8
ঘুম পেলে ট্রেনের লোকো পাইলটরা কি ঘুমিয়ে পড়েন? ঘুমোলে কোথায় ঘুমোন? ট্রেনের ইঞ্জিনে তো বিছানা থাকে না? চালক ঘুমোলে সেই সময় কে ট্রেন চালায়? আসুন জেনে নিই...
advertisement
3/8
পুরো ট্রেন টানে একটি ইঞ্জিন। ট্রেনের চালক এই ইঞ্জিনে থাকেন ট্রেনের চালককে লোকো পাইলট বলা হয়। অনেকের মনে এই প্রশ্ন আসে যে ট্রেন যখন চলছে তখন লোকো পাইলট ঘুমিয়ে পড়লে কী হবে?
advertisement
4/8
সিনিয়র ডিসিএম পদ থেকে অবসরপ্রাপ্ত রেলওয়ে অফিসার এস কে শ্রীবাস্তব লোকাল ১৮-কে জানিয়েছেনন যে লোকো পাইলট নিরাপত্তা বিভাগের অধীনে কাজ করেন। তাই রেলওয়ে এটির বিশেষ যত্ন নেয়।
advertisement
5/8
সুস্থ শরীরের জন্য ঘুম অপরিহার্য, এর জন্য লোকো পাইলটকে বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়৷ কারণ লোকো পাইলট নিরাপদ থাকলেই যাত্রীরা নিরাপদ থাকবেন। তবে, লোকো পাইলটের ইঞ্জিনে বিশ্রাম নেওয়ার কোনও সুবিধা নেই
advertisement
6/8
তালিকা অনুসারে, চালকরা প্রতিদিন ৯ ঘণ্টা ট্রেন চালান। লোকো পাইলটদের এর বেশি ট্রেন চালাতে দেওয়া হয় না। লোকো পাইলটদের বিশ্রামের জন্য রানিং ডিপো রুম তৈরি করা হয়। এগুলিতে এসি রুম থাকে। যেখানে লোকো পাইলটরা বিশ্রাম নেন। এর অর্থ হল ৯ ঘণ্টা ট্রেন চালানোর পর, শিফট পরিবর্তন হয় এবং লোকো পাইলট বিশ্রাম নেন।
advertisement
7/8
বিভিন্ন স্টেশনের কাছে এই রানিং ডিপো রুম থাকে৷ লোকো পাইলটরা যে কক্ষগুলিতে থাকেন সেখানে যথাযথ ব্যবস্থা করা থাকে। থাকে লাইব্রেরি, যোগব্যায়াম থেকে শুরু করে গানবাজনার ব্যবস্থা থাকে। যাতে লোকো পাইলট পর্যাপ্ত ঘুম পেতে পারেন এবং যখন বিশ্রামের পরে ডিউটিতে ফিরবেন, তখন তিনি ৯ ঘণ্টা নিষ্ঠার সাথে ট্রেন চালাতে পারেন।
advertisement
8/8
তবে, এই সময়ের মধ্যে যদি কোনও সমস্যা দেখা দেয়, ক্লান্তি জনিত কারণে ঘুম পেয়ে যায়, তাহলে লোকো পাইলট তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়৷