TRENDING:

বন্দে ভারতে মর্মান্তিক দুর্ঘটনা! তিরের গতিতে ছুটে এসে ধাক্কা যাত্রীদের, তিন জনের মৃত্যু

Last Updated:
Train Accident: বিহারের রাজধানী পাটনার কাছে মমরখাবাদ স্টেশনে একটি বড় ঘটনা ঘটেছে। হরনৌত থেকে গোপকিতা গ্রামে যাচ্ছিলেন একই পরিবারের তিন সদস্য, সেই সময়ে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মারা গিয়েছেন।
advertisement
1/5
বন্দে ভারতে মর্মান্তিক দুর্ঘটনা! তিরের গতিতে ছুটে এসে ধাক্কা যাত্রীদের, তিন জনের মৃত্যু
পটনা: বিহারের রাজধানী পাটনার কাছে মমরখাবাদ স্টেশনে একটি বড় ঘটনা ঘটেছে। হরনৌত থেকে গোপকিতা গ্রামে যাচ্ছিলেন একই পরিবারের তিন সদস্য, সেই সময়ে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মারা গিয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের নাম জিতো মাঝি, প্রীতলাল মাঝি এবং গোবিন্দ মাঝি।
advertisement
2/5
জানা গিয়েছে, এরা হরনৌত থানা এলাকার টারাপর গ্রামের বাসিন্দা ছিলেন। শুক্রবার এরা গোপকিতার দিকে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। কী ভাবে ঘটনা ঘটল রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে।
advertisement
3/5
স্থানীয় লোকদের মতে, রেল লাইন পেরোনোর সময় দুই দিক থেকে ট্রেন এসে যায়, তখনই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে যে মোকামা থেকে পাটনা যাচ্ছিলেন বিক্রমশিলা আপ ট্রেনের যাত্রীরা, তখন ডাউন ট্র্যাকে বন্দে ভারত ট্রেন যাচ্ছিল। রেলওয়ে ব্রিজের নিচে পানি জমে যাওয়ার কারণে সবাই গাড়ি ছেড়ে রেলওয়ে ট্র্যাক পার করছিলেন, তখনই এই ঘটনা ঘটে।
advertisement
4/5
তথ্য অনুযায়ী, হরনৌত থেকে গোপকিতা গ্রামে যাচ্ছিলেন একই পরিবারের তিন সদস্য, যারা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা গেছেন। একই সময়ে একজনকে গুরুতর অবস্থায় পিএমসিএইচ পাটনা রেফার করা হয়েছে।
advertisement
5/5
তিনটি মৃতদেহ জিতো মাঝি, প্রীতলাল মাঝি এবং গোবিন্দ মাঝি হরনৌত থানা এলাকার টারাপর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনটি মৃতদেহ পন্ডারক মর্গে রাখা হয়েছে। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে।
বাংলা খবর/ছবি/দেশ/
বন্দে ভারতে মর্মান্তিক দুর্ঘটনা! তিরের গতিতে ছুটে এসে ধাক্কা যাত্রীদের, তিন জনের মৃত্যু
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল