Indian Railways Tatkal Ticket Booking: ট্রেনের তৎকাল টিকিট কাটলে লাগবে OTP...এবার থেকে চালু হচ্ছে নিয়ম! কাউন্টার আর অ্যাপ জানুন দুটোর নয়া বিধি
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Satabdi Adhikary
Last Updated:
গত ছয় মাসে ভারতীয় রেলওয়ে ২.৫ কোটিরও বেশি সন্দেহজনক আইআরসিটিসি ব্যবহারকারী আইডি ব্লক করেছে, যেগুলি বট সফ্টওয়্যারের মাধ্যমে অবৈধ বুকিং ব্যবস্থায় জড়িত বলে প্রমাণিত হয়েছে। সিস্টেমটিকে শক্তিশালী করার জন্য আজ থেকে গুরুত্বপূর্ণ সফ্টওয়্যার পরিবর্তন কার্যকর করা হয়েছে।
advertisement
1/8

ট্রেনের তৎকাল টিকিট বুক করার ক্ষেত্রে বেআইনি দালালরা নয়, সুবিধা পাবেন সাধারণ মানুষ৷ সেই উদ্দেশ্যেই ১ জুলাই ২০২৫ থেকে বদলে যাচ্ছে দূরপাল্লার ট্রেনের তৎকাল টিকিট কাটার নিয়ম৷
advertisement
2/8
১ জুলাই ২০২৫ থেকে শুধুমাত্র আধার-যাচাই করা আইআরসিটিসি অ্যাকাউন্টগুলিই অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট বুক করতে পারবে। তার পর, ১৫ জুলাই ২০২৫ থেকে শুরু হবে ওটিপি -ভিত্তিক আধার প্রমাণীকরণ প্রক্রিয়া৷ সেটা কী?
advertisement
3/8
কাউন্টারে তৎকাল টিকিট বুকিংয়ের সময় মোবাইল নম্বর দিতেই হবে যাত্রীদের। সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে এবং তা যাচাই হলে তবেই তৎকাল টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
advertisement
4/8
উইন্ডো টিকিট বুকিংয়ের জন্য এই মোবাইল ওটিপি-ভিত্তিক যাচাইকরণ ১৫ জুলাই ২০২৫ থেকে কার্যকর করা হবে। তবে, আধার ছাড়া যাত্রীদের এখনও পিআরএস কাউন্টার এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টদের মাধ্যমে তৎকাল টিকিট বুক করার অনুমতি থাকবে।
advertisement
5/8
নতুন ব্যবস্থার অধীনে, তৎকাল টিকিট বুকিংয়ের প্রথম ৩০ মিনিট অর্থাৎ ১০:০০ ঘন্টা থেকে ১০:৩০ ঘন্টা পর্যন্ত এসি ক্লাসের জন্য এবং ১১:০০ ঘন্টা থেকে ১১:৩০ ঘন্টা পর্যন্ত নন-এসি ক্লাসের জন্য কেবলমাত্র আইআরসিটিসি ওয়েবসাইট/অ্যাপ ব্যবহারকারী ব্যক্তিগত ইউজারদের জন্য অথবা রেলওয়ে স্টেশনের পিআরএস (প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম) কাউন্টার থেকে বুকিং করা ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকবে।
advertisement
6/8
ট্রাভেল এজেন্ট এবং অনুমোদিত সংস্থাগুলিকে এই বিশেষ সময়সীমার পরেই তৎকাল টিকিট বুক করার অনুমতি দেওয়া হবে৷ অর্থাৎ এসি ক্লাসের জন্য ১০:৩০ ঘন্টা থেকে এবং নন-এসি ক্লাসের জন্য ১১:৩০ ঘন্টা থেকে।
advertisement
7/8
গত ছয় মাসে ভারতীয় রেলওয়ে ২.৫ কোটিরও বেশি সন্দেহজনক আইআরসিটিসি ব্যবহারকারী আইডি ব্লক করেছে, যেগুলি বট সফ্টওয়্যারের মাধ্যমে অবৈধ বুকিং ব্যবস্থায় জড়িত বলে প্রমাণিত হয়েছে। সিস্টেমটিকে শক্তিশালী করার জন্য আজ থেকে গুরুত্বপূর্ণ সফ্টওয়্যার পরিবর্তন কার্যকর করা হয়েছে।
advertisement
8/8
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই ব্যবস্থাগুলির মাধ্যমে প্রকৃত ব্যবহারকারীরা নিশ্চিতভাবে টিকিট পাবেন৷ এক্ষেত্রে স্বচ্ছতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে৷