Indian Railways: শুয়ে ছিলেন ট্রেনের এসি কোচে, হঠাৎ নড়ে উঠল বার্থ! শিয়ালদহের রাজধানী এক্সপ্রেসে যা হল... শুনলেই গায়ে কাঁটা দেবে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways: ট্রেনের সিটে শুয়ে আপনি কখনও না কখনও এটা ভেবেছেন যে যদি উপরের সিট ভেঙে যায় তাহলে নিচে শুয়ে থাকা ব্যক্তির কি অবস্থা হবে। অনেকের এই ভয় হঠাৎ সত্য হয়ে গেল, এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
advertisement
1/5

ট্রেনের সিটে শুয়ে আপনি কখনও না কখনও এটা ভেবেছেন যে যদি উপরের সিট ভেঙে যায় তাহলে নিচে শুয়ে থাকা ব্যক্তির কি অবস্থা হবে। এই ভয় প্রত্যেকের একবার হলেও আসে। Representative Image
advertisement
2/5
অনেকের এই ভয় হঠাৎ সত্য হয়ে গেল, এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে একটি ট্রেনের এসি কোচের আপার বার্থ ভেঙে গেছে যা ঠিক করছেন কর্মীর। এই দৃশ্য দেখে যাত্রীরা চমকে গিয়েছেন। Representative Image
advertisement
3/5
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @thetrainfluencer-এ সম্প্রতি একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে একটি এসি কোচের ভিতরে আপার বার্থ ভাঙা দেখা যাচ্ছে। ট্রেন চলছে বা কোথাও থেমে আছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি, তবে সামনের আপার বার্থে বসে থাকা ব্যক্তি ভিডিও শুট করছে, যা থেকে বোঝা যাচ্ছে যে যাত্রী সেই ট্রেনে উপস্থিত রয়েছে। Image: Instagram
advertisement
4/5
ভিডিওতে বলা হয়েছে যে এটি ১২৩১৩ সিয়ালদহ রাজধানী ট্রেন। রাজধানী মতো ট্রেনে এমন হওয়া আরও দুর্ভাগ্যজনক। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা। Image: Instagram
advertisement
5/5
ভেঙে গিয়েছে ট্রেনের বার্থভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে ৩-৪ রেলকর্মী সেই সিটটি বদল করার চেষ্টা করছেন। পরে তারা সিটটি তুলে নিয়ে যান। ভাবার বিষয় হল যে যদি এই সিটটি ট্রেন চলার সময় নিচে পড়ে যেত তাহলে নিচে থাকা ব্যক্তি হয়তো মারাত্মকভাবে আহত হত বা তার মৃত্যুও হতে পারত। ভিডিওতে অবশ্য বার্থটি ভেঙে কী হয়েছে সেই সংক্রান্ত কিছু বলা হয়নি।