Indian Railways News: নতুন বছরে ট্রেনের টাইম টেবলে বড় বদল, জেনে নিন কোন ট্রেন কখন ছাড়বে
- Published by:Debalina Datta
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways News: ১ জানুয়ারি, ২০২৫ থেকে ট্রেনের নতুন সময়সূচি চালু করছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
advertisement
1/6

: ১ জানুয়ারি, ২০২৫ থেকে নতুন ট্রেন সময়সূচি চালু করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)। সংযোগ ব্যবস্থা উন্নত করতে, যাত্রী সুবিধা বৃদ্ধি করতে এবং সমগ্র অঞ্চলে পরিচালনামূলক দক্ষতার কার্যকলাপ সুবিধাজনক করার লক্ষ্যে এই পরিবর্তন সাধন করা হয়েছে।
advertisement
2/6
নতুন সময়সূচির একটি মুখ্য বৈশিষ্ট্য হলো ৪৩টি ট্রেনের গতি বৃদ্ধি করা, এর ফলে প্রধান প্রধান রুটগুলিতে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস লাভ হবে। তাৎক্ষণিকভাবে, এসএমভিটি বাঙ্গালুরু-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস (ট্রেন নং. ২২৫০১) এখন থেকে ১২০ মিনিট দ্রুত চলবে, অন্যদিকে কামাখ্যা-গোমতিনগর এক্সপ্রেস (ট্রেন নং. ১৫০৭৭) এখন থেকে ৭৫ মিনিট সময় সাশ্রয় করবে।
advertisement
3/6
একইভাবে, ডিব্রুগড়-হাওড়া এক্সপ্রেস (ট্রেন নং. ১৫৯৬২) ভ্রমণের সময় ৬০ মিনিট হ্রাস করবে। এই পরিবর্তনগুলি যাত্রীদের জন্য দ্রুত এবং অধিক দক্ষ পরিষেবা প্রদানের লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করছে।এছাড়াও, যাত্রীদের চাহিদার প্রতি লক্ষ্য রাখতে ২৪টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সংশোধন করা হয়েছে। উদাহরণ হিসেবে নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি এক্সপ্রেস (ট্রেন নং. ১২৫২৩)
advertisement
4/6
এখন থেকে নিউ জলপাইগুড়ি থেকে ০৮.৪৫ ঘণ্টায় রওনা দিবে, অন্যদিকে শিলচর-তিরুবন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস (ট্রেন নং. ১২৫০৮) শিলচর থেকে ১৯.৩০ ঘণ্টায় রওনা দিবে। অতিরিক্তভাবে ১৬টি ইন্ট্রা-জোনাল মেইল/এক্সপ্রেস ট্রেন এবং ২৩টি ডেমু ট্রেনের সময়সূচিও যাত্রীদের সুবিধার জন্য সংশোধন করা হয়েছে। এই সমস্ত পরিবর্তনের লক্ষ্য হলো যাত্রীদের জন্য উন্নত সংযোগ ব্যবস্থা করা এবং মসৃণ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা।
advertisement
5/6
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, যাত্রীদের বাধাহীন ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
advertisement
6/6
পরিচালনার উন্নতি, সংযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং যাত্রীদের চাহিদা কার্যকরভাবে পূরণ করার লক্ষ্যে নতুন সময়সূচিতে এই পরিবর্তনগুলি করা হয়েছে। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। যাত্রার পূর্বে এই সমস্ত বিবরণ পরীক্ষা করে নেওয়ার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। Input- Abir Ghosal