Indian Railways: হঠাৎ বদলে গেল এই 'বিখ্যাত' স্টেশনের নাম! আসল কারণ কী? জানলে চমকে যাবেন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: রাতারাতি নাম বদলে গেল দেশের এক স্টেশনের। আপনি হয়ত বিশ্বাসও করতে পারবেন না নিজের চোখকে।
advertisement
1/8

রাতারাতি নাম বদলে গেল দেশের এক স্টেশনের। আপনি হয়ত বিশ্বাসও করতে পারবেন না নিজের চোখকে। এবার পুজোর ছুটিতে আপনি যদি জম্বু ও কাশ্মীর যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। নাম বদলে দেওয়া হয়েছে একটি বিখ্যাত স্টেশনের। এই স্টেশনের নাম আচমকা কেন বদল করা হল? এই পরিবর্তনের পেছনে রয়েছে বড় কারণ।
advertisement
2/8
হঠাৎ নাম বদলে গেল জম্মু ও কাশ্মীরের উধমপুর রেল স্টেশনের। এই স্টেশনের এখন নতুন নাম করণ করা হয়েছে শহীদ ক্যাপ্টেন তুষার মহাজনের নামে। কে এই তুষার মহাজন? কেনই বা তাঁর নামে রাতারাতি বদলে গেল চেনা প্রাচীন এই স্টেশনের নাম?
advertisement
3/8
উল্লেখ্য, ২০১৬ সালে পুলওয়ামায় জম্মু ও কাশ্মীর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে হামলা চালায় জঙ্গিরা। সেই সময় জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন তুষার ও তাঁর সহকর্মীরা। ক্যাপ্টেন তুষার এক জঙ্গিকে নিকেশও করেন।
advertisement
4/8
কিন্তু সহযোদ্ধাদের রক্ষা করতে গিয়ে চার-চারটি গুলি ঝাঁঝরা করে দেয় তুষারকে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁকে আর বাঁচানো যায়নি।
advertisement
5/8
ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখত তুষার। তুষারের শৈশবের বন্ধু সুশান্ত বলেন, ক্লাসে প্রবন্ধ লিখতে বলা হলে তুষার নিজের লক্ষ্যের কথা জানায়। সেই সময় সে লিখেছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে সে সন্ত্রাসীদের নির্মূল করতে চায়।
advertisement
6/8
মাত্র ১৬ বছর বয়সে তুষার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে নির্বাচিত হন। বলা হয় যে ক্যাপ্টেন তুষারের বাবা-মা এত অল্প বয়সে ছেলেকে নিজেদের থেকে দূরে রাখতে চাননি, তবে তারাও তুষারের দেশপ্রেম দেখে ছেলেকে দূরে পাঠাতে একপ্রকার বাধ্য হয়েছিলেন। ক্যাপ্টেন তুষার মহাজন ছিলেন ৯-প্যারা অফিসার।
advertisement
7/8
উধমপুর রেল স্টেশনটি জম্মু ও শ্রী বৈষ্ণো দেবী কাটরা রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত। ক্যাপ্টেন মহাজনের বাবা-মা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের কাছে এই রেল স্টেশনের নাম পরিবর্তনের দাবি দীর্ঘদিন ধরে করে আসছিলেন।
advertisement
8/8
অবশেষে পরিবারের আর্জি মেনে সন্তানহারা মা-বাবার ইচ্ছে সত্যি হল। পাল্টে গেল উধমপুরের স্টেশনের হলুদ বোর্ড। জ্বলজ্বল করে উঠল শহিদ ক্যাপ্টেন তুষারের নাম। লেখা হল অনুচ্চারিত সাহসিকতার আখ্যান।