TRENDING:

Indian Railway: দীপাবলিতে ডাবল ধমাকা! যাত্রীদের দারুণ উপহার দিচ্ছে ভারতীয় রেল, জানেন কী কী

Last Updated:
উৎসবের মরশুমে দেশজুড়ে। এই সময় অনেকেই ছুটি পেয়ে বাড়ি ফেরেন, আবার অনেকে নানা জায়গায় ঘুরতে যান, কেউ কেউ তীর্থেরও যান। সবটা মিলিয়ে তাঁদের যাতায়াত যাতে সুষ্ঠ ভাবে হয় তাই এই উৎসবের মরশুমে ভারতীয় রেলওয়ের স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে।
advertisement
1/7
দীপাবলিতে ডাবল ধমাকা! যাত্রীদের দারুণ উপহার দিচ্ছে ভারতীয় রেল, জানেন কী কী
উৎসবের মরশুমে দেশজুড়ে। এই সময় অনেকেই ছুটি পেয়ে বাড়ি ফেরেন, আবার অনেকে নানা জায়গায় ঘুরতে যান, কেউ কেউ তীর্থেরও যান। সবটা মিলিয়ে তাঁদের যাতায়াত যাতে সুষ্ঠ ভাবে হয় তাই এই উৎসবের মরশুমে ভারতীয় রেলওয়ের স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে।
advertisement
2/7
উৎসবের সময় যাত্রীদের সুবিধার্থে, ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে দেশজুড়ে এই স্পেশাল ট্রেন চালানো হবে। দীপাবলি ও ছট পুজোয় ট্রেনের চাহিদা বেশী থাকে। যাত্রীদের চাহিদা পূরণের জন্য ও তাঁদের পথ সুগম করার জন্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা।
advertisement
3/7
এই স্পেশাল ট্রেনগুলি নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলানো হচ্ছে এবং নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। নিয়মিত ট্রেনগুলির সঙ্গে উৎসবে অতিরিক্ত ট্রেন চালানোর পাশাপাশি প্রায় ২৬ লক্ষ অতিরিক্ত বার্থ দেওয়া হয়েছে।
advertisement
4/7
ওয়েটিং লিস্টের যাত্রীদের সামলাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ২৪ জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালাচ্ছে। স্পেশাল ট্রেনগুলি কলকাতা, শিয়ালদহ থেকে গুয়াহাটি, আগরতলা, নিউ জলপাইগুড়ির মতো স্থানগুলিতে চলাচল করছে। একইভাবে স্পেশাল ট্রেনগুলি নয়াদিল্লি ও আনন্দ বিহার থেকে পুর্নিয়া, কাটিহারের মতো জায়গাগুলিতে যাচ্ছে।
advertisement
5/7
কিছু স্পেশাল ট্রেনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কাটিহার-রাঁচি, আগরতলা-সেকেন্দ্রাবাদ, কামাখ্যা-গোরখপুর ইত্যাদি। পরিকল্পনা অনুযায়ী যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য অধিকাংশ উৎসব স্পেশাল ট্রেন  নির্ধারিত সময়সূচি হিসেবে চালানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
advertisement
6/7
উৎসব স্পেশাল ট্রেনগুলির মধ্যে শিলচর-কলকাতা উৎসব স্পেশাল ট্রেনটি নিজের নির্ধারিত সময় ০৯ নভেম্বর, ২০২৩ তারিখের ০৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে ট্রেনটি নিজের গন্তব্যস্থল কলকাতায় আগমনের সময় থেকে ২১ মিনিট আগে পৌঁছেছে। কাটিহার থেকে মনিহারি পর্যন্ত অন্য আরেকটি ট্রেন নিজের নির্ধারিত সময় অর্থাৎ ১০ নভেম্বর, ২০২৩ তারিখের ২০.৩০ ঘণ্টায় কাটিহার থেকে রওনা দিয়ে মনিহারিতে আগমনের সময় অর্থাৎ ২১.৩০ ঘণ্টার ৩০ মিনিট আগে পৌঁছেছে।
advertisement
7/7
ওখা-নাহরলগুন, কলকাতা-গুয়াহাটি ইত্যাদি অন্যান্য স্পেশাল ট্রেনগুলিও সময়সূচি অনুযায়ী ঠিকঠাক সময় চলাচল করছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ​উৎসব স্পেশাল ট্রেনে সংযোজিত এই অতিরিক্ত বার্থগুলি উৎসবের এই ভিড়ের সময় যাত্রীদের বর্ধিত চাহিদা পূরণের সাহায্য করবে।
বাংলা খবর/ছবি/দেশ/
Indian Railway: দীপাবলিতে ডাবল ধমাকা! যাত্রীদের দারুণ উপহার দিচ্ছে ভারতীয় রেল, জানেন কী কী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল