TRENDING:

কেন জেনারেল কামরা ট্রেনের সামনে আর পিছনেই শুধু থাকে? কারণটা অবাক করে দেবে

Last Updated:
General coach: রেল ইচ্ছে করে ট্রেনের সামনে জেনারেল বগি রাখে! দুর্ঘটনার সময় গরীব মানুষ প্রাণ হারায় আগে! দাবি অনেকের।
advertisement
1/6
কেন জেনারেল কামরা ট্রেনের সামনে আর পিছনেই শুধু থাকে? কারণটা অবাক করে দেবে
যাত্রী পরবহণে ভারতীয় রেলের জুড়ি মেলা ভার। তবে ভাড়ার নিরিখে রেলের কামরার কয়েকটি ভাগ রয়েছে। যাঁরা আর্থিক দিক থেকে পিছিয়ে তাঁরা সাধারণত জেনারেল কামরায় চেপে গন্তব্যে যান।
advertisement
2/6
অনেকেই জানেন না, কেন ট্রেনের সামনে আর পিছনেই শুধুমাত্র থাকে জেনারেল কামরা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর অনেকেই দাবি করেন, গরীব মানুষ জেনারেল কামরায় ওঠে। তাই দুর্ঘটনার সময় ট্রেনের সামনে থাকা জেনারেল কামরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রেল ইচ্ছে করে গরীব মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দেয়।
advertisement
3/6
ভারতীয় রেল অবশ্য এই দাবি নস্যাৎ করেছে। তারা জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনেই ট্রেনের কামরার বিন্যাস করা হয়। এর পিছনে গরীব-বড়লোক বলে কোনও থিওরি নেই।
advertisement
4/6
রেল আধিকারিক সূত্রে জানা যায়, জেনারেল কামরায় ভিড় হয় বেশি। ফলে ট্রেনের সামনে আর পিছনের দিকে জেনারেল কামরা থাকে। যাতে এত ভিড় সমানভাবে ভাগ করা যায়। ট্রেনের মাঝখানে জেনারেল কামরা থাকলে ভিড় সামলাতে হিমশিম খেত রেল। আর অন্য কামরার যাত্রীদেরও সেই ভিড় ঠেলে কামরায় উঠতে সমস্যা হত।
advertisement
5/6
এছাড়া আরও একটি কারণের কথা জানা যায়। জেনারেল কামরায় ভিড় বেশি। তাই ট্রেনের ভারসাম্য রক্ষার বিষয়টিও থাকে। জেনারেল কামরা মাঝে থাকলে ট্রেনের ভারসাম্য নষ্ট হতে পারে।
advertisement
6/6
রেল অবশ্য জানাচ্ছে, দরিদ্র হোক বা ধনী, যে কোনও যাত্রীর সুরক্ষা রক্ষা তাদের কাছে প্রধান বিষয়। তবে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা।
বাংলা খবর/ছবি/দেশ/
কেন জেনারেল কামরা ট্রেনের সামনে আর পিছনেই শুধু থাকে? কারণটা অবাক করে দেবে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল