Indian Navy: চিন-পাকিস্তানের যম আসছে! সমুদ্রে চোখের পলকে ধ্বংস হবে শত্রুরা, ফ্রান্সে বড় সিদ্ধান্ত মোদির?
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Indian Navy: প্রতিরক্ষায় গতি আনতে বায়ুসেনার পরে নৌবাহিনীর জন্যও রাফালে কেনার আগ্রহ প্রকাশ করেছিল ভারত সরকার। চোখের পলকে ধ্বংস হবে শত্রুরা
advertisement
1/5

প্রতিরক্ষায় গতি আনতে বায়ুসেনার পরে নৌবাহিনীর জন্যও রাফালে কেনার আগ্রহ প্রকাশ করেছিল ভারত সরকার। এবারের ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেরিন রাফালে (RAFALE M) কেনায় গতি আনার জন্য পদক্ষেপ করতে পারেন।
advertisement
2/5
রাফালে এম ফাইটার জেটকে বিশেষভাবে নেভির জন্য তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনাকে ইতিমধ্যেই রাফালে ফাইটার জেট সরবরাহ করেছে দাসো অ্যাভিয়েশন। এরপরে ভারতীয় নৌবাহিনীকে ২৬টি মেরিন রাফালে সরবরাহ করবে ওই সংস্থা।
advertisement
3/5
এর মধ্যে ২২টি একটি আসনের এবং ৪টি ট্রেনিংয়ের জন্য বিমান কিনবে ভারত। বিশেষজ্ঞদের মতে, রাফাল এম-এর গতি ২১০০ কিলোমিটার প্রতি ঘণ্টারও বেশি। মেরিন রাফালে সমুদ্রে ঘুম ওড়াতে পারে পাকিস্তান-চিনের।
advertisement
4/5
রাফালে এম-এর রেঞ্জ ৩৭০০ কিলোমিটার। ভারত এবং ফ্রান্সের মধ্যে দীর্ঘদিন ধরে রাফাল এম নিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার ফ্রান্স সফরেই এই চুক্তি নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে।
advertisement
5/5
পঞ্চম প্রজন্মের বিমান না হলেও রাফালে উন্নততর চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। জলপথে চিনা চোখরাঙানি সামলাতে রাফালের মেরিন ভার্সানই এখন প্রধান অস্ত্র ভারতের।