TRENDING:

Weather Update: আরও বাড়বে সূর্যের তেজ, দেশের একাধিক জায়গায় লু, ‘এই’ সব জায়গায় আঁধির সম্ভবনা

Last Updated:
Weather Update: মঙ্গলবার দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে পশ্চিম রাজস্থানে, এটাই সবচেয়ে বেশি তাপমাত্রা৷
advertisement
1/7
বাড়বে সূর্যের তেজ, দেশের একাধিক জায়গায় লু, ‘এই’ সব জায়গায় আঁধির সম্ভবনা
#নয়াদিল্লি: রাজধানী দিল্লি, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের আশপাশের এলাকায় সোমবার সন্ধ্যায় পশ্চিমি ঝঞ্ঝার কারণে হিটওয়েভে কিছুটা মুক্তি পাওয়া গিয়েছিল, কিন্তু সকাল হতেই সেই শান্তির পরিবেশ উধাও৷ মৌসম বিভাগের খবর অনুযায়ি বুধবার থেকে রাজস্থান , মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাতে লু -এর পরিস্থিতি জারি থাকবে৷ শনিবার অবধি এই পুরো উত্তর ও উত্তরপশ্চিম ভারতে তাপপ্রবাহ জারি থাকবে৷ Photo- Representative
advertisement
2/7
তাপপ্রবাহ জারি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও৷ সেখানেও বৃষ্টির কিম্বা কালবৈশাখীর সম্ভবনাও নেই৷ Photo- Representative
advertisement
3/7
এদিকে আকাশ একেবারে পরিষ্কার থাকায় সূর্যের তাপ প্রবেশ করাতেও কোনও বাধা থাকছে না ফলে তাপমাত্রার পারদ আরও চড়বে৷ Photo- Representative
advertisement
4/7
আইএমডি-র মতে পশ্চিমি ঝঞ্ঝা আস্তে আস্তে সক্রিয় হতে পারে৷ ফলে হিমাচল, উত্তরাখন্ডে, জোরে হাওয়া বইবে৷ তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে৷ এরপর ২৯ এপ্রিল দিল্লি ধুলো ভরা আঁধি হবে৷ এর গতি ২৫ থেকে ৩৫ কিলোমিটার গতিতে হাওয়া বইবে৷ Photo- Representative
advertisement
5/7
স্কাইমেটের খবর অনুযায়ি এখন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর আফগানিস্তান ও পাকিস্তানের কাছাকাছি এলাকার ওপরে রয়েছে৷ এতে ২৮ এপ্রিল অবধি হিমালয় ক্ষেত্রে পৌঁছনোর সম্ভবনা রয়েছে৷ দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে বিদর্ভ, মারাঠবাড়া, হয়ে কর্ণাটক অবধি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে৷ আইএমএডি-র কথা অনুযায়ি কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ , তেলঙ্গানায় আগামী ৫ দিন অবধি কোথাও কোথাও বৃষ্টি হয়েছে৷ Photo- Representative
advertisement
6/7
অরুণাচল, অসম, মেঘালয় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইবে৷ পূর্বোত্তর এলাকা এবং উপ হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম সহ একাধিক জায়গায় বৃষ্টি হবে৷ এছাড়া লাদাখ, জম্মু-কাশ্মীর, হিমাচলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ Photo- Representative
advertisement
7/7
মঙ্গলবার দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে পশ্চিম রাজস্থানে, এটাই সবচেয়ে বেশি তাপমাত্রা৷ এদিন দেশের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি অর্থাৎ সবচেয়ে কম তাপমাত্রা মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে হয়েছে৷Photo- Representative
বাংলা খবর/ছবি/দেশ/
Weather Update: আরও বাড়বে সূর্যের তেজ, দেশের একাধিক জায়গায় লু, ‘এই’ সব জায়গায় আঁধির সম্ভবনা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল