El Niño Effect: নিস্তার নেই মোটে, এ বার ‘এল নিনো’-র প্রভাব পড়বে মারাত্মক! আবহাওয়ার চরম সতর্কতা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
El Niño Effect: বিজ্ঞানীরা জানিয়েছেন, নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে পৃথিবীর ৭৫ থেকে ৮০ শতাংশের মতো এল িননোর প্রভাব পড়তে পারে৷
advertisement
1/6

ভারতে এ বছরের বর্ষাকালে বৃষ্টির ঘাটতি রয়েছে৷ তার ফলে একটা আশঙ্কা তৈরি হয়েছেই৷ কিন্তু তার পাশাপাশি, আবহাওয়া বিদদের মূল চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ‘এল নিনো’৷ তাঁরা মনে করছেন, এ বার এল নিনোর প্রভাব দেশে পড়তে পারে বিপুল ভাবে৷ (প্রতীকী ছবি)
advertisement
2/6
বিজ্ঞানীরা জানিয়েছেন, নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে পৃথিবীর ৭৫ থেকে ৮০ শতাংশের মতো এল িননোর প্রভাব পড়তে পারে৷ তাতেই আবহাওয়ায় দেখা দিতে পারে একাধিক পরিবর্তন৷ এর ফলে প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পেতে পারে৷ (প্রতীকী ছবি)
advertisement
3/6
আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৬-’১৬ থেকে ১৯৯৭-’৯৮ সালের মতো এই বছরেও ঐতিহাসিক ভাবে শক্তিশালী এল নিনোর প্রভাব দেখা দেবে৷ এর ফলে মারাত্মক প্রভাব পড়বে জনজীবনে৷ (প্রতীকী ছবি)
advertisement
4/6
২০১৫-’১৬ সালে এল নিনো-এর প্রভাব ভারতে পড়েছিল মারাত্মক ভাবে৷ বিভিন্ন রাজ্যের প্রেক্ষিতে এর ফলে বিপুল তাপমাত্রার বৃদ্ধি দেখা দিতে পারে৷ এর আগেও পরপর দু’বছর বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল, এ বারেও সেই ঘটনা দেখা দেয়৷ (প্রতীকী ছবি)
advertisement
5/6
সারা ভারতে এই তাপমাত্রা বৃদ্ধি দেখা দিতে পারে৷ কেন্দ্রীয় আর্থ সায়েন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বছর প্রাক বর্ষার সময় এল নিনোর প্রভাব সবচেয়ে বেশি দেখা দিতে পারে৷ পাশাপাশি, বৃষ্টিতেও প্রভাব দেখা দিতে পারে৷ বলা হয়েছে, এর ফলে বৃষ্টির সময় ও পরিমাণ দুই বৃদ্ধি পেতে পারে৷ (প্রতীকী ছবি)
advertisement
6/6
সামগ্রিক ভাবে জলবায়ু পরিবর্তনে এর একটা বড় প্রভাব পড়তে পারে৷ এল নিনো-র কারণে এই ঘটনা ঘটতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ আইআইটি বম্বের বিজ্ঞানী জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির বিষয়টির দিকে নজর রাখছেন বিজ্ঞানীরা৷ (প্রতীকী ছবি)