TRENDING:

India Pakistan Bangladesh: পহেলগাঁও হামলার জেরে ভারত-পাকিস্তান তিক্ত সম্পর্কে ভিড়তে চায় বাংলাদেশ! বড় দাবি ঢাকার

Last Updated:
Pahalgam attack: ২২ তারিখ পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জন নিরীহ মানুষের। তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে ভারত। যার মধ্যে ছিল সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত।
advertisement
1/5
পহেলগাঁও হামলার জেরে ভারত-পাকিস্তান তিক্ত  সম্পর্কে ভিড়তে চায় বাংলাদেশ! বড় দাবি ঢাকার
২২ তারিখ পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জন নিরীহ মানুষের। তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে ভারত। যার মধ্যে ছিল সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত।
advertisement
2/5
পাকিস্তানও পাল্টা ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে। বলা বাহুল্য তার পরেই ভারত-পাকিস্তানের সম্পর্ক অবনতি হতে শুরু করে। এই জঙ্গি হামলার ফলে পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপ করুক ভারত, এমনটাই দাবি উঠেছে বিভিন্ন মহলে।
advertisement
3/5
এর মধ্যেই ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে জড়িয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী মহম্মদ তৌহিদ হোসেনের করা একটি মন্তব্যের প্রেক্ষিতের জোর চর্চা শুরু হয়েছে।
advertisement
4/5
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রী বলেন, “আমরা চাইব তারা আলাপ-আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতোমধ্যে দেখেছি, দু’একটি দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে। যেভাবে হোক মধ্যস্থতার মাধ্যমে হোক, দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক”।
advertisement
5/5
বাংলাদেশও মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি না এই মুহূর্তে আমাদের মধ্যস্থতা করার মতো কোনো ভূমিকা নেওয়া উচিত। আমরা চাইব, তারা নিজেরা নিজেরা সমস্যার সমাধান করুক। তারা যদি আমাদের সহায়তা চায়, আপনারা মধ্যস্থতা করুন তাহলে হয়ত আমরা যাব। কিন্তু তার আগে আমরা আগবাড়িয়ে কিছু করতে চাই না”।
বাংলা খবর/ছবি/দেশ/
India Pakistan Bangladesh: পহেলগাঁও হামলার জেরে ভারত-পাকিস্তান তিক্ত সম্পর্কে ভিড়তে চায় বাংলাদেশ! বড় দাবি ঢাকার
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল