India Pakistan IPS Parag Jain: RAW-এর রহস্যময় নতুন প্রধান! পাকিস্তানকে চেনেন তালুর মতো, 'অপারেশন সিঁদুর'-খ্যাত সেই মানুষটিই এবার সামলাবেন র! পরিচয় শুনে চমকে উঠবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
India Pakistan IPS Parag Jain: 'র'-এর অন্দরে 'পাকিস্তান বিশেষজ্ঞ' হিসেবে পরিচিতি রয়েছে পরাগের। অতীতে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযানেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
advertisement
1/8

এবার আরও চাপে পাকিস্তান। কারণ 'অপারেশন সিঁদুর'-এ বিশাল দায়িত্ব নিয়েছিলেন এই আইপিএস অফিসার। আর তিনিই এবার আরও বড় দায়িত্বে।
advertisement
2/8
'র'-এরই আকাশ-নজরদারি শাখা 'অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার'-এর দায়িত্বপ্রাপ্ত সেই পরাগ জৈন এবার ভারতীয় গুপ্তচর সংস্থা 'রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং' (র)-এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন, নতুন 'র' প্রধান হচ্ছেন।
advertisement
3/8
কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি শনিবার ১৯৮৯-র ব্যাচের এই আইপিএস অফিসারকে পরবর্তী ভারতীয় গুপ্তচর সংস্থা 'র' প্রধান হিসাবে মনোনীত করেছে।
advertisement
4/8
পঞ্জাব ক্যাডারের আইপিএস পরাগ বঠিন্ডা, হোশিয়ারপুরস মানসা জেলা পুলিশে কর্মরত থাকাকালীন দক্ষতার সঙ্গে খলিস্তানপন্থী সন্ত্রাসের মোকাবিলা করেছিলেন। লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাকিস্তান থেকে মাদকের চোরাচালান আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
advertisement
5/8
'অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার'-এর দেওয়া তথ্যের ভিত্তিতেই পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন'টি জঙ্গিঘাঁটিতে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা ও বায়ুসেনা।
advertisement
6/8
'র'-এর অন্দরে 'পাকিস্তান বিশেষজ্ঞ' হিসেবে পরিচিতি রয়েছে পরাগের। অতীতে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযানেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৯ সালে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার অপারেশন বালাকোটের সময় কাশ্মীর উপত্যকাতেই ছিলেন তিনি।
advertisement
7/8
বর্তমানে ‘র’-এর ড্রোন ও আকাশ-নজরদারি শাখা 'অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার'-এর দায়িত্বপ্রাপ্ত পরাগ পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর'-এও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। জানা গিয়েছে, পরাগের নাম প্রস্তাব করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতীতে একাধিক সাফল্যই তাঁকে 'র' প্রধানের পদে পৌঁছে দিল বলে মনে করা হচ্ছে।
advertisement
8/8
শনিবার, ২৮ জুন 'অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার'-এর নতুন প্রধান পরাগ জৈনের নাম জানানো হয়। ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেবেন। এখনও খাতায় কলমে দায়িত্বে রয়েছেন রবি সিনহা। ৩০ জুন তিনি অবসর নেবেন।