India Pakistan Clash: 'কাশ্মীরের নদীগুলিতে শুধু রক্তস্রোত বইবে!' ISI-এর নতুন ভয়ঙ্কর চাল, অস্ত্র সেই হাফিজ সইদের পুরনো হুঁশিয়ারি! ISI-কে এবার কী করা হবে!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India Pakistan Clash: পাকিস্তানি জঙ্গি তথা লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে।
advertisement
1/8

কাশ্মীরে (Kashmir) এখন পুরোদস্তুর পর্যটন মরশুম। তার মধ্যে অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2025) শুরুর ঠিক মুখে লক্ষ লক্ষ হিন্দু তীর্থযাত্রীদের মনে আতঙ্ক ছড়াতে ভয়াবহ জঙ্গি হামলা চালিয়েছে পাক জঙ্গি দল লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। আর এ কারণেই অমরনাথ যাত্রার সাফল্যকে বানচাল করতেই এই হামলা বলে অনুমান করা হচ্ছে।
advertisement
2/8
জঙ্গি হামলার প্রতিশোধ নিতে একের পর এক পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। তারই মধ্যে অন্যতম আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া। অনেকে ভাবতেই পারেন যে পাক সন্ত্রাসবাদীদের ঠেকানোর জন্যই তা করা হল, তবে, ব্যাপারটা শুধু সেটুকুতেই সীমাবদ্ধ নয়- আদতে কিন্তু এর ফল হতে চলেছে সুদূরপ্রসারী।
advertisement
3/8
পহেলগাঁও হামলার পরে সিন্ধু জল চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হল। অনেকেই বলছেন যে এই পদক্ষেপের সূত্রে শুরু হল দুই দেশের জলযুদ্ধ।
advertisement
4/8
আর এই পরিস্থিতিতে পাকিস্তানি জঙ্গি তথা লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। হাফিজের ভিডিওকে অস্ত্র বানিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI ভারতকে খোলাখুলি হুমকিও দিচ্ছে। ভিডিওতে হাফিজ সইদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে বিষোদগার করেছিলেন।
advertisement
5/8
ওই ভিডিওতে হাফিজ সইদকে বলতে শোনা যায়, ভারত যদি জল বন্ধ করে দেয়, তাহলে 'নদীগুলোতে রক্ত প্রবাহিত হবে।' এই হুমকি এমন সময়ে এসেছে, যখন ভারত পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে সিন্ধু জল চুক্তির স্থগিত করার সিদ্ধান্তও রয়েছে।
advertisement
6/8
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সোশ্যাল মিডিয়ায় হাফিজ সইদের এই পুরনো ভিডিওটি ভাইরাল করেছে। ভিডিওতে হাফিজ সইদ বলছে, 'তুই বলছিস পাকিস্তানের জল বন্ধ করবি, কাশ্মীরে বাঁধ বানিয়ে জল বন্ধ করবি, পাকিস্তানকে ধ্বংস করতে চাস, CPEC-এর পরিকল্পনাগুলো ব্যর্থ করতে চাস। যদি তুই জল বন্ধ করিস, আমরা তোর শ্বাস বন্ধ করব। এই নদীগুলোতে আবার রক্ত প্রবাহিত হবে।'
advertisement
7/8
এই ভিডিওটি পুরনো। তবে বর্তমান পরিস্থিতিতে এটি ভাইরাল করা পাকিস্তানের নতুন ষড়যন্ত্রের অংশ হিসাবে ধরা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে পাকিস্তান ভারতকে উস্কানি দেওয়ার এবং জম্মু-কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাফিজ সইদের হুমকি 'জল বন্ধ হলে রক্ত প্রবাহিত হবে' আগামী দিনে কাশ্মীরে আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা বাড়াচ্ছে।
advertisement
8/8
ইতিমধ্যেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। নিরাপত্তা কমিটির বৈঠকের পর ভারত বেশ কয়েকটি নিষেধাজ্ঞার ঘোষণা করেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিন্ধু জল চুক্তি স্থগিত। এই চুক্তির অধীনে ভারত এবং পাকিস্তানের মধ্যে ছয়টি নদীর জল বণ্টনের চুক্তি হয়েছে। ভারতের এই চুক্তি স্থগিত করার অর্থ হল এখন পাকিস্তান নদীগুলির জল প্রবাহ এবং সম্পর্কিত ডেটার তথ্য পাবে না। এর ফলে পাকিস্তানের কৃষি এবং অর্থনীতিতে গভীর প্রভাব পড়তে পারে, কারণ তারা এই নদীগুলির উপর অনেকাংশে নির্ভরশীল।