ISRO| দেশের মহাকাশ গবেষণা ক্ষেত্রে এবার বেসরকারি সংস্থাও, তৈরি করবে স্যাটেলাইট, রকেট
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)-এর চেয়ারম্যান কে শিবন জানালেন, বেসরকারি কোম্পানি ও স্টার্টআপ-গুলিও এ বার রকেট, স্যাটেলাইট তৈরি করতে পারবে৷ লঞ্চিং পরিষেবাও দিতে পারবে৷ মহাকাশ গবেষণা ক্ষেত্র বেসরকারি সংস্থাগুলির জন্যও খুলে দিচ্ছে ভারত৷
advertisement
1/5

এ বার দেশের মহাকাশ গবেষণা ক্ষেত্রে বেসরকারি সংস্থা৷ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)-এর চেয়ারম্যান কে শিবন জানালেন, বেসরকারি কোম্পানি ও স্টার্টআপ-গুলিও এ বার রকেট, স্যাটেলাইট তৈরি করতে পারবে৷ লঞ্চিং পরিষেবাও দিতে পারবে৷ মহাকাশ গবেষণা ক্ষেত্র বেসরকারি সংস্থাগুলির জন্যও খুলে দিচ্ছে ভারত৷
advertisement
2/5
শিবন বলেন, 'বেসরকারি সংস্থাগুলিও এ বার মহাকাশ গবেষণায় পরিষেবা দিতে পারবে৷ রকেট, স্যাটেলাইট বানাতে পারবে৷ হাতে গোনা কয়েকটি দেশ তাদের মহাকাশ গবেষণা ক্ষেত্রে যোগ্য বেসরকারি সংস্থাকে জায়গা দেয়৷ সেই দেশগুলির তালিকায় চলে আসবে ভারতও৷ তাতে ভারতের মহাকাশ গবেষণার আরও উন্নতিই ঘটবে৷'
advertisement
3/5
মহাকাশ গবেষণা ক্ষেত্রে বেসরকারি সংস্থার প্রবেশ নিয়ে বুধবারই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ কেন্দ্রের সিদ্ধান্তের প্রসঙ্গে শিবন জানান, দেশের মহাকাশ গবেষণা, ইসরো-র নানা প্রকল্পের অংশীদার হতে পারবে বেসরকারি সংস্থাগুলিও৷
advertisement
4/5
মহাকাশ গবেষণায় প্রয়োজনীয় সরঞ্জাম বহু বছর ধরেই ISRO-কে সাপ্লাই করে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা৷ শুধু সরঞ্জাম সাপ্লাই নয়, দেশের মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থাগুলিকে আরও বড় ভূমিকা নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে৷
advertisement
5/5
তাঁর কথায়, 'প্রযুক্তি ক্ষেত্রে অনেক কর্মসংস্থান সৃষ্টিতে এটি একটি বড় পদক্ষেপ৷ গোটা দেশের শক্তিকে এ বার মহাকাশ গবেষণায় কাজে লাগানো যাবে৷ এন্ড-টু-এন্ড স্পেস অ্যাক্টিভিটিতে বেসরকারি সংস্থাকে জায়গা দেওয়া দেশের মহাকাশ গবেষণা ক্ষেত্রে একটি বিরাট সংস্কার৷'