India Knowledge Story: ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা কোন রাজ্যে? বাংলার স্থানই বা কত? হিসেব চমকে দেবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India Knowledge Story: আয়তনে ভারত বিশ্বের সপ্তম স্থানে রয়েছে, দক্ষিণ এশিয়া মহাদেশে অবস্থিত এই দেশ বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল গণতান্ত্রিক রাষ্ট্র।
advertisement
1/6

ভারতের জনসংখ্যা এখন ১৪২ কোটি ৫৭ লক্ষ ৭৫ হাজার ৮৫০ – যা এখন চিনের মূলভূমির জনসংখ্যার চাইতেও বেশি, বলছে জাতিসংঘের সবশেষ আনুমানিক হিসেব।
advertisement
2/6
আয়তনে ভারত বিশ্বের সপ্তম স্থানে রয়েছে, দক্ষিণ এশিয়া মহাদেশে অবস্থিত এই দেশ বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের সম্পূর্ণ নাম ‘প্রজাতান্ত্রিক ভারত’। ভারতের পূর্ব ভাগে রয়েছে বাংলাদেশ-মায়ানমার, পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও আরব সাগর। উত্তর প্রান্তে রয়েছে নেপাল, ভুটান, চীন ও দক্ষিণ দিক রয়েছে সুবিশাল বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা।
advertisement
3/6
কিন্তু ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা, তা জানেন কি? ভারতে সবচেয়ে বেশী মানুষ থাকে উত্তরপ্রদেশ রাজ্যে। সংখ্যাটা হল আনুমানিক ২৩.৭৯ কোটি ৷ আর সবচেয়ে বেশি জনঘনত্ব হল পশ্চিমবঙ্গ রাজ্যে , প্রতি বর্গ কিলোমিটারে ৯০৩ জন ৷ জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে চার নম্বরে।
advertisement
4/6
তবে, আয়তনে রাজস্থান হল ভারতের বৃহত্তম রাজ্য, যার আয়তন ৩৪২,২৩৯ বর্গ কিমি। অপরদিকে, গুজরাটের কচ্ছ জেলা ভারতের বৃহত্তম জেলা। এর উত্তর ও উত্তর-পশ্চিমে পাকিস্তান এবং উত্তর-পূর্বে রাজস্থান রাজ্য। জেলার মোট আয়তন হল ৪৫,৬৭৪ বর্গ কিমি, যা গুজরাটের মোট ভৌগলিক এলাকার ২৩.২৭ %।
advertisement
5/6
অন্যদিকে, ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া যার আয়তন ৩৭০২ বর্গ কিমি। আবার, ২০১৯ সালের হিসেব অনুযায়ী, আনুমানিক ২৩.৭৯ কোটি জনসংখ্যা সহ উত্তরপ্রদেশ হল ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। উত্তরপ্রদেশে রয়েছে দেশের মোট জনসংখ্যার ১৭.৩৫%।
advertisement
6/6
ভারতের জনবিরল রাজ্য হল অরুণাচল প্রদেশ। অপরদিকে, ৯৬.২ শতাংশ সাক্ষরতার হার নিয়ে কেরালা তালিকার শীর্ষে রয়েছে৷ ২০১১ সালের আদমশুমারি অনুসারে, রাজ্যে প্রায় ৯৬.১১ শতাংশ পুরুষ এবং ৯২.০৭ মহিলা শিক্ষিত।