India Coronavirus Updates|| আশা জাগাচ্ছে সুস্থতার হার! ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৮২,৯৭০, মৃত্যুমিছিল অব্যাহত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
India Coronavirus Updates: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দিনের পর দিন। নাইট কার্ফু করে বা দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে বা রাজ্যস্তরে সাময়িক লকডাউন করেও সংক্রমণ হ্রাসের কোনও লক্ষণই দেখা যাচ্ছে না।
advertisement
1/6

*দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দিনের পর দিন। নাইট কার্ফু করে বা দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে বা রাজ্যস্তরে সাময়িক লকডাউন করেও সংক্রমণ হ্রাসের কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ফাইল ছবি।
advertisement
2/6
*স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। সোমবারের তুলনায় সংখ্যাটা শতাংশের হিসেবে ৭ শতাংশ কম। যদিও তা নিয়েও উদ্বেগ কমার কোনও অবকাশ নেই। সোমবার সংক্রামিত হয়েছিলেন ২ লক্ষ ৫৮ হাজারেরও বেশি মানুষ। ফাইল ছবি।
advertisement
3/6
*গত ২৪ ঘণ্টায় দেশে ৩১০ জোন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮৬ হাজার ৭৬১ জনের। ফাইল ছবি।
advertisement
4/6
*দেশে ১৯ জানুয়ারি পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৫ লক্ষেরও বেশি। তার মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯১ জন। শতাংশের বিচারে ৪.৬২ শতাংশ। ফাইল ছবি।
advertisement
5/6
*তবে মানুষ যেভাবে ঝড়ের গতিতে আক্রান্ত হচ্ছেন, সেরেও উঠছেন প্রায় সেই একই গতিতে। সুস্থতার হার ৯৪.০৯ শতাংশ। যা যথেষ্টই আশাপ্রদ। ফাইল ছবি।
advertisement
6/6
*উল্লেখ্য, মঙ্গলবার দেশে করোনা টিকা নেওয়ার গন্ডি ১৫৮ কোটি অতিক্রম করেছে। অর্থাৎ, দেশের জনসংখ্যার মধ্যে ১৫৮ কোটি মানুষ ইতিমধ্যেই টিকা নিয়েছেন। ফাইল ছবি।