India China Relations: উত্তরপ্রদেশে মিলল ২১ হাজার চিনা যৌন পুতুল! ভারতের বিরুদ্ধে এ কী প্ল্যান করছে চিন! শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India China Relations: জানা গিয়েছে, ভারত-নেপাল সীমান্তে এসএসবি ও পুলিশের যৌথ দল টহল দেওয়ার সময় প্রচুর পরিমাণে চাইনিজ সেক্স টয় উদ্ধার করেছে।
advertisement
1/7

ভারত-পাকিস্তান সংঘাতে বারবার পাকিস্তানের হয়ে সওয়াল করেছে চিন। আর এবার ভারতকে কাবু করতে নতুন পরিকল্পনা চিনের? উত্তরপ্রদেশের লখিমপুর খেরি থেকে একটি এমন খবর সামনে এসেছে, যার আলোচনা শুধু জেলা নয়, এখন পুরো দেশজুড়ে হচ্ছে।
advertisement
2/7
জানা গিয়েছে, ভারত-নেপাল সীমান্তে এসএসবি ও পুলিশের যৌথ দল টহল দেওয়ার সময় প্রচুর পরিমাণে চাইনিজ সেক্স টয় (Chinese Sex Toy) উদ্ধার করেছে। এই সেক্স টয়ও সংখ্যায় কম নয়, বরং প্রচুর পরিমাণে ধরা পড়েছে। খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, উত্তরপ্রদেশের সবচেয়ে বড় জেলায় এত বড় চালান এল কোথা থেকে এবং এগুলো কোথায় পাঠানো হচ্ছিল। এই পুরো চক্রে কারা কারা জড়িত আছে, খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
3/7
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই সেক্স টয় দেশের বিভিন্ন অংশে পাঠানো হচ্ছিল। পুলিশ গৌরিফন্টা বর্ডারে সুডা ঘাটে একটি পিকআপ ভ্যান আটকায়। তদন্তে দেখা যায় এর ভিতরে ৭২টি হলুদ বস্তায় কাগজের বাক্স ছিল। পুলিশ এগুলো খুলে দেখে হতবাক হয়ে যায়। এর মধ্যে প্রায় ১০৮০০ চাইনিজ সেক্স টয় উদ্ধার হয়। এরপর পলাতক অভিযুক্ত বিজয় সিং রানা, যিনি সুডা গ্রামের বাসিন্দা, তার বাড়িতে পুলিশের দল পৌঁছায়।
advertisement
4/7
পুলিশ তার বাড়ির বাইরে থেকেও প্লাস্টিকের ৬২টি হলুদ বস্তা পায়। এর মধ্যেও ৯৩০০ সেক্স টয় উদ্ধার হয়। পুলিশ জানতে পারে, এই সব সেক্স টয় নেপালের রাস্তা দিয়ে ভারতে পাঠানো হচ্ছিল। পুলিশ পাচারের অভিযোগে দুইজনকে গ্রেফতারও করেছে।
advertisement
5/7
এইভাবে লখিমপুর খিরির গৌরিফন্টা কোতওয়ালি এলাকায় পুলিশ দুইটি আলাদা জায়গায় নেপালের রাস্তা দিয়ে ভারতে পাঠানো চাইনিজ সেক্স টয় আটকায়। এগুলোর সংখ্যা প্রায় ২০১০০ এবং এর মূল্য ২ কোটি এক লাখ টাকা বলা হয়েছে। এই কেসে পুলিশ আপত্তিজনক জিনিসের পাচার মামলায় সালামত নগর ভট্টা নিবাসী নইম পুত্র আব্দুল কাইয়ুম খানকে আটক করেছে।
advertisement
6/7
এছাড়া অনিল আহমেদের পুত্র মুস্তফা আহমেদকেও গ্রেফতার করা হয়েছে। এরা দুজনই পাচারকারী। এই পুরো কেসের মাস্টারমাইন্ড পাচারকারী বিজয় সিং রানা ও সানু সিদ্দিকি পলাতক। পুলিশ পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
advertisement
7/7
আসলে, ভারত-নেপাল সীমান্তে পাচারের এটি কোনো প্রথম ঘটনা নয়। এর আগেও নেপাল বর্ডার পাচারের জন্যই পরিচিত। এখানে প্রায়ই চোরাচালান হয়। কিন্তু এবার যা ধরা পড়ল, তাতে অবাক সকলে।