TRENDING:

ছবিতে দেখুন সাইক্লোন ফণীর ধ্বংসলীলা

Last Updated:
advertisement
1/19
ছবিতে দেখুন সাইক্লোন ফণীর ধ্বংসলীলা
প্রস্তুতি থাকলে বড় ক্ষতি এড়ানো যায়। তবে প্রকৃতির কাছে মানুষ এখনও সহায়। শুক্রবার সকালে ওড়িশায় আছড়ে পড়ে সেটাই যেন বুঝিয়ে গেল সাইক্লোন ফণী। (Image: AP)
advertisement
2/19
এখনও বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধ মোবাইল ও নেট যোগাযোগ। পুরী, ভুবনেশ্বর, কটক, জাজপুর - জীবনে ফেরার লড়াই লড়ছে ওড়িশা। (Image: PTI)
advertisement
3/19
ওড়িশাকে কার্যত লন্ডভন্ড করে দিয়েছে সাইক্লোন ফণী। সরকারি মতে মৃত ৮, অন্তত ৩৫ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত (Image: PTI)
advertisement
4/19
এইমস, বিজু পট্টনায়েক বিমানবন্দর, ডেয়ারি ডেভেলপমেন্ট প্ল্যান্ট থেকে ফ্ল্যাট ও বসতবাড়ি - কোনওকিছুকেই রেয়াত করেনি ফণী। এইমস, বিজু পট্টনায়েক বিমানবন্দর, ডেয়ারি ডেভেলপমেন্ট প্ল্যান্ট থেকে ফ্ল্যাট ও বসতবাড়ি - কোনওকিছুকেই রেয়াত করেনি ফণী। (Image: PTI)
advertisement
5/19
জগন্নাথদেবের নিজের শহরও যেন আচমকাই বদলে গিয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, আশঙ্কার তুলনায় ফণীর প্রভাবে ক্ষয়ক্ষতি অনেকটাই বেশি। (Image: PTI)
advertisement
6/19
বিদ্যুতের খুঁটি, মোবাইল টাওয়ার, কাঁচা বাড়ির কতটা অবশিষ্ট আছে, সেটাই বড় প্রশ্ন। (Image: PTI)
advertisement
7/19
অবস্থা খারাপ বুঝেই এনডিআরএফের একটি অতিরিক্ত ইউনিটকে পুরীতে নামানো হয় (Image: PTI)
advertisement
8/19
খুরদাতেও অবস্থা একই রকম। ঝড়ের সময় একটি মোবাইল টাওয়ার ভেঙে একটি বাড়ির ওপর পড়ে। আগুন লেগে চারটি বাডি কার্যত ভষ্মীভূত হতে গিয়েছে। (Image: PTI)
advertisement
9/19
খুরদা মেন রোডের বহু বাড়িতে দরজা-জানলা উড়ে গিয়েছে। কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়ায়। (Image: PTI)
advertisement
10/19
পারাদ্বীপ, কটক, জাজপুরের মতো শহরে ক্ষয়ক্ষতি কিছুটা কম। তবে এখানেও নিজের শক্তি বুঝিয়েছে ফণী। ১৯৯৯ সালের পর ২০১৯।(Image: AP)
advertisement
11/19
২০ বছর পর আবার কঠিন লড়াইয়ের মুখে ওড়িশা। ওড়িশাবাসীর সামনে এথন জীবনে ফেরার লড়াই। (Image: PTI)
advertisement
12/19
গতি হারিয়ে রাজ্যে ঢুকলেও ফণীর দাপট এড়ানো গেল না। ঘূর্ণিঝড়ের তাণ্ডব দুই মেদিনীপুর, ২৪ পরগনায়। ভাঙল চার শতাধিক কাঁচা বাড়ি। গাছ ভেঙে আহত হলেন বেশ কয়েকজন। (Image: AP)
advertisement
13/19
আশঙ্কার তুলনায় দাপট অনেকটাই কম। আগাম সতর্কতা থাকায় বড়সড় দুর্ঘটনাও এড়ানো গেছে। বাংলার উপকূলবর্তী এলাকায় শুক্রবার রাতভর তাণ্ডব চালাল ফণী। সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে কাঁচা বাড়ির। (Image: PTI)
advertisement
14/19
রামনগর, মন্দারমণি, খেজুরি, হলদিয়া, পটাশপুর, দিঘা পূর্ব এলাকায় শতাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়ে। (Image: PTI)
advertisement
15/19
গোপীবল্লভপুরে ৩০ টি কাঁচা বাড়ি ভেঙে পড়ে। ৮টি পাকা বাড়ির ছাদ উড়ে যায়। বাড়ি ভেঙে আহত হন ৫ জন। (Image: AP)
advertisement
16/19
দাঁতনেও ধূলিসাৎ প্রায় ৩০ টি কাঁচা বাড়ি। খড়গপুর গ্রামীনের সাঁকুয়া গ্রাম ও সাঁকরাইলে বেশকিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। (Image: PTI)
advertisement
17/19
। ক্ষতিগ্রস্ত প্রায় ২০০টি কাঁচা বাড়ি, ভেঙে পড়েছে প্রায় ৭০টি বাড়ি। বাড়ি ভেঙে আহত হন বেশ কয়েকজন। (Image: PTI)
advertisement
18/19
সুন্দরবনের বাসন্তী, ঝড়খালি, ছোট মোল্লাখালি, ফ্রেজারগঞ্জ, বকখালি, কুলতলি, সাগর এলাকাতে ব‍্যাপক ক্ষয়ক্ষতি। (Image: AP)
advertisement
19/19
দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়েও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারও চাল উড়ে গিয়েছে, কোথাও ভেঙে পড়েছে মাটির বাড়ি। ঝড়ের দাপটে খড়গপুর টাউন ও বস্তি এলাকায় গাছ উপড়ে যায়। (Image: AP)
বাংলা খবর/ছবি/দেশ/
ছবিতে দেখুন সাইক্লোন ফণীর ধ্বংসলীলা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল