TRENDING:

IMD Winter Update: বৃষ্টির ভোগান্তি শেষ...অবশেষে আসছে শীত! পারদ নামবে ১৫ ডিগ্রির নীচে, কবে?

Last Updated:
শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। আগামী সপ্তাহের বুধ বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অন্যদিকে, দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
1/8
বৃষ্টির ভোগান্তি শেষ...অবশেষে আসছে শীত! পারদ নামবে ১৫ ডিগ্রির নীচে, কবে?
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে পশ্চিমবঙ্গে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে মেঘ৷ তার জেরেই গত বুধবার থেকে আকাশের মুখ ভার৷ বৃহস্পতির সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি৷ ঘন কালো আকাশ৷ এই স্যাঁতস্যাঁতে বৃষ্টি কবে কমবে? উত্তর জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর৷
advertisement
2/8
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মালদহ ও উত্তর দিনাজপুরে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়া না থাকায় মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই বাংলার উপকূলে।
advertisement
3/8
উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে মালদহ এবং দিনাজপুরে। আগামী ২৪ এ ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা৷ আংশিক মেঘলা আকাশ। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা৷ এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।
advertisement
4/8
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা। রাতের দিকে তাপমাত্রা বেশি থাকবে। কিন্তু, শুক্রবারই ভোল পাল্টাবে আবহাওয়া৷ আসছে বড়সড় পরিবর্তন৷ পারদ নামার ইঙ্গিত উইকেন্ডে। অর্থাৎ, সপ্তাহান্তেই বঙ্গে ফিরবে শীতের আমেজ।
advertisement
5/8
আগামী সপ্তাহে কলকাতায় পারদ ছুঁতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে? জেলায় জেলায় শীতের হাওয়া আগামী সপ্তাহে। সপ্তাহান্তে আবহাওয়ার বদল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আর কী বলছে আলিপুর?
advertisement
6/8
শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। আগামী সপ্তাহের বুধ-বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফরের। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অন্যদিকে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
7/8
পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিগ্রির নীচে নেমে যাবে তাপমাত্রা৷ আপাতত, শীতের বাধা হিসেবে কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নেই৷ তবে এবার স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশিই থাকবে তাপমাত্রা৷ আজ সন্ধ্যার পর থেকেই বৃষ্টি কমে যাবে৷
advertisement
8/8
আগামিকাল থেকে বৃষ্টি হবে না৷ আগামিকাল থেকে পরিষ্কার আকাশ৷ ফলে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি কমবে৷ ফলে আগামিকাল থেকেই শীতের আমেজ৷ ১০, ১১ ডিসেম্বরের পর থেকেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামবে৷ নভেম্বরের মাসেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল৷ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Winter Update: বৃষ্টির ভোগান্তি শেষ...অবশেষে আসছে শীত! পারদ নামবে ১৫ ডিগ্রির নীচে, কবে?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল