IMD Weather Update: ফের অশনি সঙ্কেত...! বাড়বে ভয়ঙ্কর গরম, দক্ষিণের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা, উত্তরে ভারী বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? হিটওয়েভ অ্যালার্ট IMD-র
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়। বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি ছুঁতে পারে। আর কলকাতায় ৩৯ ডিগ্রি ছুঁতে পারে পারদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে।
advertisement
1/18

উইকেন্ডে গরম আর অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। শনিবার থেকে মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতি। বাকি জেলাতেও আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।
advertisement
2/18
উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিট ওয়েভ পাথ। পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়। বাঁকুড়া পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি ছুঁতে পারে। আর কলকাতায় ৩৯ ডিগ্রি ছুঁতে পারে পারদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে।
advertisement
3/18
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। পার্বত্য এলাকা-সহ পাঁচ জেলা এবং দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
4/18
আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় মুম্বাই শহরে ঢুকে পড়বে বর্ষা। কলকাতায় কবে বর্ষা আসবে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা। মুম্বাই শহরে বর্ষার অনুকুল পরিবেশ হলেও এখনও দক্ষিণবঙ্গে অধরা বর্ষা। উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের পথে হবে দেরি বর্ষার। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর সম্ভাবনা কম। বুধবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
advertisement
5/18
উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণে আপাতত থমকে। ৩১ শে মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা। এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
6/18
মৌসুমী অক্ষরেখা রত্নগিরি সোলাপুর হয়ে মেডক বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে। আগামী তিন চার দিনে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ও ছত্রিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমী বায়ু। আগামী তিন দিনের মধ্যে মুম্বই শহরেও ঢুকে পড়বে বর্ষা।
advertisement
7/18
ঘূর্নাবর্ত রয়েছে সৌরাষ্ট্র মধ্যপ্রদেশ আসাম তেলেঙ্গানা বিহার উত্তর প্রদেশ এর ওপরে। ঘূর্নাবর্ত রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে।
advertisement
8/18
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। উইকেন্ডে গরম আরও বাড়বে। দু'দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
9/18
সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে সন্ধ্যের দিকে। আজ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে।
advertisement
10/18
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
advertisement
11/18
তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে আজ ও আগামীকাল পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই তিন জেলাতে। সোমবার থেকে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার সঙ্গে বীরভূম জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি।
advertisement
12/18
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস।বাড়বে তাপমাত্রা, আগামী ২ দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
advertisement
13/18
আজ শনিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার দার্জিলিং, কালিম্পং, এবং জলপাইগুড়িতে ,বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার দমকা বাতাসের সম্ভাবনা।
advertisement
14/18
কাল রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবার একইভাবে আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
15/18
গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। উইকেন্ডে অস্বস্তি চরমে উঠবে। আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা আরও বাড়বে ২-৩ ডিগ্রি সেলসিয়াস।রাতে স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা।
advertisement
16/18
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
17/18
আগামী কয়েক দিনে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্রে ভারী বর্ষণের আশঙ্কা। প্রবল বর্ষণ হতে পারে বাণিজ্য নগরী মুম্বাই তে। ভারী বৃষ্টির সতর্কতা কেরল মাহে লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা পন্ডিচেরি রায়েলসীমা এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। মহারাষ্ট্র কর্নাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানাতে ভারী বৃষ্টি আগামী কয়েক দিনে।
advertisement
18/18
তাপমাত্রা ৪৩ ডিগ্রি থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে রাজধানী দিল্লিতে। হরিয়ানা দক্ষিণ উত্তর প্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ বিহারে ও সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁতে পারে। এই কয়েকটি রাজ্যের তাপমাত্রা স্বাভাবিক থেকে ২ বা ৪ ডিগ্রি ওপরে থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তাপপ্রবাহের পরিস্থিতি এবং সতর্কতা থাকবে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ওড়িশা পাঞ্জাব হরিয়ানা এবং বিহারে।