Weather Update: দেশের বিভিন্ন প্রান্তে আগামী দু’দিনের জন্য বর্ষার ‘রেড অ্যালার্ট’, বৃষ্টির তাণ্ডবের সতর্কতা, দেখুন
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Weather Update: আইএমডি-এর তরফ থেকে বলা হয়েছে, আগামী দু’দিন দেশের বেশ কয়েকটি রাজ্যে বর্ষার তাণ্ডবের সতর্কতা রয়েছে৷
advertisement
1/7

উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে বৃষ্টির তাণ্ডব চলছেই৷ আর কতদিন এই তাণ্ডব চলবে, এই নিয়ে সতর্কতার শেষ নেই৷ এর মধ্যে আবহাওয়া দফতরের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা৷ আগামী দু’দিনের জন্য দেশের বিভিন্ন রাজ্যে চলবে বর্ষার তাণ্ডব৷
advertisement
2/7
আইএমডি-এর তরফ থেকে বলা হয়েছে, আগামী দু’দিন দেশের বেশ কয়েকটি রাজ্যে বর্ষার তাণ্ডবের সতর্কতা রয়েছে৷ প্রাথমিক ভাবে এই তালিকায় রয়েছে বিহার, মেঘালয়, সিকিম৷ এ ছাড়াও অসম, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশেও৷ তালিকায় কী পশ্চিমবঙ্গ আছে?
advertisement
3/7
কেন্দ্রীয় মৌসম ভবনের তরফ থেকে বলা হয়েছে, দেশের কয়েকটি অংশে আগামী ১২ ও ১৩ তারিখে দেশের কয়েকটি অংশে আকাশের মুখ থাকবে ভার৷ দফায়, দফায় সেখানে বৃষ্টির দাপট দেখা যাবে৷ পরিস্থিতি খারাপ হতে পারে এই দু’দিন৷
advertisement
4/7
পশ্চিমবঙ্গের আবহাওয়ার প্রেক্ষিতে বলা হয়েছে, এই রাজ্যের বৃষ্টির দাপট চলবে৷ মূলত তরাই অঞ্চলে বৃষ্টির প্রবল দাপট চলবে আগামী দু’দিন৷ সিকিম ও পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে এই প্রবল বৃষ্টির দাপট চলবে, ফলে বৃষ্টিতে ভাসবে পাহাড়ের পাদদেশীয় অঞ্চলও৷
advertisement
5/7
এ ছাড়াও উত্তর প্রদেশে ১২ তারিখ থেকে আগামী পাঁচ দিন প্রবল বৃষ্টির দাপট চলবে৷ সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়-সহ একাধিক জায়গায়ও বৃষ্টি হবে৷ এ ছাড়া বিহারেও জারি করা হয়েছে বৃষ্টির জন্য লাল সতর্কতা৷
advertisement
6/7
বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে ঝাড়খন্ডের বেশি কিছু অংশে৷ দু’দিন পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ওড়িশায়৷ এ ছাড়া মধ্যপ্রদেশ, বিদর্ভ, কোঙ্কন ও গোয়ায় আগামী পাঁচ দিন প্রবল বৃষ্টির দাপট চলবে৷ এ ছাড়া উপকূলীয় কর্ণাটক, তেলঙ্গানা ও কেরলেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে৷
advertisement
7/7
আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, এই প্রবল বর্ষণের দাপটে স্থানীয় স্তরে বন্যা, কোথাও কোথাও ধসের সৃষ্টি হতে পারে৷ দেশের বিভিন্ন অংশে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যহত হতে পারে৷ প্রবল দুর্যোগের মধ্যে পড়তে হতে পারে, এমন এলাকা এড়িয়ে যেতে বলা হয়েছে৷