IMD Weather Update: তুষারপাতে ঢেকেছে ভূস্বর্গ! দিল্লি-সহ নানা শহরে ভারী বর্ষণ...দেশ জুড়ে আবহাওয়ার চরম ভোলবদল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
IMD Weather Update: দিল্লি ও রাজধানী সংলগ্ন এনসিআর-এ বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে দিল্লির বৃষ্টিভেজা অংশবিশেষের ছবি৷
advertisement
1/6

মঙ্গলবার সাত সকালে বৃষ্টি রাজধানীতে৷ এদিন দিল্লি এবং সংলগ্ন এনসিআর-এ বৃষ্টি হয়৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ পরেও বৃষ্টি হতে পারে৷
advertisement
2/6
দিল্লি ও রাজধানী সংলগ্ন এনসিআর-এ বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে দিল্লির বৃষ্টিভেজা অংশবিশেষের ছবি৷
advertisement
3/6
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সঙ্গে দিল্লি, যমুনানগর, মোদিনগর, গুলাওটি, সিয়ানা, সেকেন্দ্রাবাদ, বুলন্দশর, জাহাঙ্গিরাবাদ, শিকারপুর-সহ একাধিক এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যাবে৷ বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি৷
advertisement
4/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের জেরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার হতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷
advertisement
5/6
দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস, পশ্চিম হিমালয় অংশে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তীব্র বৃষ্টি ও তুষারপাত চলবে৷ তার জেরে ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টি হবে উত্তর পশ্চিম ভারতেও৷
advertisement
6/6
হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখের নানা অংশে ভারী বৃষ্টি থেকে তীব্র তুষারপাত চলতে পারে আবহাওয়া দফতরের পূর্বাভাস৷ এমনিতেই বরফে ঢাকা ভূস্বর্গে পর্যটকদের আনন্দ চরমে৷ তার উপর তুষারপাতের পূর্বাভাসের খবরে আরও জমেছে তাঁদের আনন্দ উপভোগ৷