IMD Weather Update: নিম্নচাপ হুঁশিয়ারি...! ১৫ রাজ্য কাঁপাবে প্রবল বৃষ্টি! আগামী ৭ দিন কুয়াশা-তুষারপাতের চরম সতর্কতা, কী হতে চলেছে বাংলায়? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD Weather Update: বৃষ্টি, তুষারপাত, ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি। রাজ্যে রাজ্যে মহা দুর্যোগের অশনি সঙ্কেত। একাধিক সিস্টেম তৈরি হচ্ছে। যার জেরে প্রচণ্ড ঠান্ডার পাশাপাশি বৃষ্টির কবলে পড়েছে গোটা দেশ।
advertisement
1/18

বৃষ্টি, তুষারপাত, ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি। রাজ্যে রাজ্যে মহা দুর্যোগের অশনি সঙ্কেত। একাধিক সিস্টেম তৈরি হচ্ছে। যার জেরে প্রচণ্ড ঠান্ডার পাশাপাশি বৃষ্টির কবলে পড়েছে গোটা দেশ।
advertisement
2/18
আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ আগামী ৭ দিন আবহাওয়া এমনই থাকবে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আসুন জেনে নেওয়া যাক দেশের আবহাওয়া সম্পর্কে আইএমডি-র সর্বশেষ আবহাওয়ার প্রতিবেদনে কী বলছে?
advertisement
3/18
সারা দেশেই ঠান্ডা জোর ব্যাটিং শুরু করেছে। একদিকে পাহাড়ে তুষারপাত অন্যদিকে সমতল ভূমিতে চলছে বৃষ্টি। পাহাড় থেকে বয়ে আসা বরফ শীতল বাতাস এবং সমুদ্র থেকে উঠে আসা আর্দ্র বাতাস অতি শীতল হয়ে বৃষ্টি সৃষ্টি করছে।
advertisement
4/18
এর জেরে দেশের বেশিরভাগ রাজ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য পতন হয়েছে। ঘন কুয়াশার কারণে হিমশিম খাচ্ছে মানুষ। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ-সহ দিল্লি-এনসিআর রাজ্যগুলিতে গত ২ দিন ধরে অতি ঘন কুয়াশা রয়েছে। দৃশ্যমানতা শূন্য থাকায় গাড়ি চালাতে প্রভূত অসুবিধার সম্মুখীন হচ্ছেন মানুষ।
advertisement
5/18
গত ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ার অবস্থা:গত ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশ, দক্ষিণ পঞ্জাব এবং দক্ষিণ হরিয়ানার কিছু অংশে ঠান্ডা দিনের পরিস্থিতি অব্যাহত রয়েছে। তেলেঙ্গানা ও হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে।
advertisement
6/18
ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় তুষারপাত শুরু হয়েছে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বেশিরভাগ অংশই ঘন কুয়াশায় ছেয়ে গেছে। উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তর-পশ্চিম রাজস্থান, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, বিহার, অসম, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তর অভ্যন্তরীণ ওড়িশার বিচ্ছিন্ন অংশে ০ থেকে ১০০ মিটার দৃশ্যমানতা দেখা গেছে সকাল এবং সন্ধ্যায়।
advertisement
7/18
নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার সতর্কতা:আবহাওয়া দফতরের মতে, পঞ্জাব সংলগ্ন পাকিস্তানে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে আগামী ৭ দিনের মধ্যে উচ্চ উচ্চতার অঞ্চলে ভারী তুষারপাত এবং সমতল ভূমিতে বৃষ্টি, কুয়াশা এবং শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
advertisement
8/18
ছত্তিশগড়েও রয়েছে নিম্নচাপ এলাকা। তৃতীয়টি বঙ্গোপসাগরে এবং চতুর্থটি আরব সাগরে। ১০ থেকে ১২ জানুয়ারির মধ্যে উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আঘাত হানতে পারে, যার ফলে ১০ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
9/18
ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স মধ্যম এবং উপরের ট্রপোস্ফিয়ারে একটি ট্রফ আকারে সক্রিয়। আফগানিস্তান ও এর নিম্নাঞ্চলে ঘূর্ণাবর্ত সঞ্চালন অব্যাহত রয়েছে। একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং তৎসংলগ্ন পাকিস্তানের উপর অবস্থিত।
advertisement
10/18
কোন রাজ্যগুলিতে বৃষ্টি এবং কুয়াশা?আবহাওয়া দফতরের মতে, ৬ জানুয়ারি জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি ও তুষারপাত হবে। আজ ৫ জানুয়ারি এবং আগামিকাল ৬ জানুয়ারি পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
advertisement
11/18
৬ জানুয়ারি উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিক্ষিপ্ত বৃষ্টি/তুষারপাত হবে। ৭ এবং ৮ জানুয়ারি উত্তর-পূর্ব ভারতের সমস্ত ৮টি রাজ্যের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
12/18
৬ এবং ৭ জানুয়ারি হিমাচল প্রদেশের কিছু অংশে ঠান্ডা দিনের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। উত্তর মধ্যপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, ওড়িশা, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
advertisement
13/18
হিমাচল-জম্মু কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের সতর্কতারবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কাশ্মীর ও চেনাব উপত্যকায় ভারী তুষারপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১০ দিন গোটা জম্মু ও কাশ্মীরে প্রচণ্ড ঠান্ডা থাকবে।
advertisement
14/18
হিমাচল প্রদেশের স্থানীয় আবহাওয়া দফতর রবিবার শিমলা, কিন্নর, লাহৌল স্পিতি, চাম্বা, কাংড়া, কুল্লু, মান্ডিতে তুষারপাত এবং বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে।
advertisement
15/18
আজ ৫ জানুয়ারি এবং আগামিকাল ৬ জানুয়ারি পাহাড়ি এলাকায় তুষারপাত ও বৃষ্টি হতে পারে। ৭ জানুয়ারি পর্যন্ত সমতল ভূমিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ জানুয়ারি আবহাওয়া পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
16/18
বাংলার আবহাওয়া:আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জন্য শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। আগামী দু-তিন দিনে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। তারপর আবার সামান্য কমবে দিনের তাপমাত্রা।
advertisement
17/18
কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় ২৪ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
18/18
৬ তারিখে সামান্য বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে ১৬ থেকে ১৭ ডিগ্রি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ তারিখে পর থেকে কমে স্বাভাবিকের কাছাকাছি হবে তাপমাত্রা।