IMD Weather Update: ফের ঝেঁপে আসছে বৃষ্টি...? আগামী ৩ দিন ১৭ রাজ্য কাঁপাবে ভারী-অতি ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ ঝড়-জল তাণ্ডব, কী হবে বাংলায়? সতর্ক করল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: সমুদ্রের ঝড়ের গতিবেগ ৬০ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্র ঝড়ের গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে গুজরাত, কোঙ্কন, গোয়া এবং কর্ণাটক উপকূলে। পূর্ব মধ্য ও দক্ষিণ-পূর্ব আরব সাগরে সমুদ্র উত্তাল থাকবে।
advertisement
1/20

আবহাওয়ার চরম ভোলবদল দেশ জুড়ে! গত বেশ কয়েকদিন ধরে দিল্লিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার, দিল্লি-এনসিআর অঞ্চলে দফায় দফায় চলেছে বৃষ্টিপাত। আগামী দু'দিন ধরে দিল্লিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করেছে।
advertisement
2/20
তবে রাজধানী দিল্লি ছাড়াও দেশের অনেক রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত। শুক্রবার দিনভর দিল্লি-এনসিআর-এ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে, যার পরে তাপমাত্রাও কমেছে। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে আজ, রবিবার।
advertisement
3/20
আবহাওয়া বিভাগ আগামী ৭ দিন দিল্লিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশা এবং ছত্তিশগড়ে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
4/20
অন্যদিকে, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের পাহাড়ি রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং নদীগুলিতে জল দুকূল ছাপিয়ে উপচে পড়ার আশঙ্কা তৈরি রয়েছে। আবহাওয়া বিভাগ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
advertisement
5/20
অতি ভারী বৃষ্টির পূর্বাভাস:হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড ও পূর্ব রাজস্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত।
advertisement
6/20
ভারী বৃষ্টির সতর্কতা:রাজধানী দিল্লি-সহ সংলগ্ন পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানাতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে।
advertisement
7/20
একইরকম আবহাওয়ার হুঁশিয়ারি জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদে। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গুজরাত, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা, বিদর্ভ, পশ্চিম রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশ, সিকিম এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
8/20
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
9/20
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানাতে। জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে। দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
advertisement
10/20
স্ট্রং সারফেস উইন্ড থাকবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের উপকূলে। পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম আরব সাগরে সমুদ্র উত্তল থাকবে।
advertisement
11/20
সমুদ্রের ঝড়ের গতিবেগ ৬০ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্র ঝড়ের গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে গুজরাত, কোঙ্কন, গোয়া এবং কর্ণাটক উপকূলে। পূর্ব মধ্য ও দক্ষিণ-পূর্ব আরব সাগরে সমুদ্র উত্তাল থাকবে। লাক্ষাদ্বীপ, মালদ্বীপ, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু উপকূলেও বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ও সমুদ্র উত্তাল থাকবে।
advertisement
12/20
আবহাওয়ার সিস্টেম:মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির আজমীর, গুনাহ দামোহ দুর্গ, চাঁদবালি হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে গিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
13/20
মধ্যপ্রদেশ, কোঙ্কন, উত্তর অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ভারতের পঞ্জাবের উপর পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে।
advertisement
14/20
এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা:আবহাওয়া দফতর ৩১ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে, যেমন মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
advertisement
15/20
আবহাওয়া দফতর জানিয়েছে যে ৩০ এবং ৩১ অগাস্ট পূর্ব রাজস্থানের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া, ৩০ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
16/20
অন্যদিকে, পাহাড়ি রাজ্যগুলিতে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরেও বৃষ্টিপাত ব্যাপক বিপর্যয় ডেকে এনেছে। উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর পর্যন্ত তিনটি রাজ্যেই পরিস্থিতি ভয়াবহ। আবহাওয়া বিভাগ আগামী পাঁচ দিন উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
17/20
আগামী ৭ দিন ধরে উপকূলীয় কর্ণাটকের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করেছে। এছাড়াও, কেরল, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানম, তেলঙ্গানা, লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ুর কিছু এলাকায় বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে।
advertisement
18/20
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত মধ্যপ্রদেশের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে ৩০ এবং ৩১ অগাস্ট উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং ছত্তিশগড়ের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যয় দেখা দিতে পারে।
advertisement
19/20
বাংলায় আজকের আবহাওয়া:মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে দূরে ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগরে বিস্তার করেছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে পূবালী হাওয়াতে। আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা। সপ্তাহের মাঝামাঝি মঙ্গলবার বাড়বে বৃষ্টি।
advertisement
20/20
দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বেশি থাকবে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।